চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩শে ফেব্রুয়ারি থেকে চলে ৪ঠা মার্চ পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল মে মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ প্রকাশ পেতে চলেছে মাধ্যমিকের ফলাফল। তবে ফলাফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ কবে তা জানার অপেক্ষায় ছিলেন রাজ্যের পরীক্ষার্থীরা। আর এবার পর্ষদের তরফে তিন সম্ভাবনা তারিখের কথা ঘোষণা করা হয়েছে। সব ঠিক থাকলে এর মধ্যেই প্রকাশ পাবে মাধ্যমিকের রেজাল্ট।
বিকাশ ভবন সুত্রে খবর, বড়সড় কিছু পরিবর্তন না হলে মে মাসের ১৫ তারিখ নাগাদ চলতি বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, ১৫, ১৬ অথবা ১৭ই মে তারিখের মধ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে। ইতিমধ্যে পর্ষদ সূত্রে খবর, একশো শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। খাতা জমা পড়ার পর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ট্যাবুলেশনও হয়ে গিয়েছে। এখন চলছে শেষ পর্যায়ের মূল্যায়নের কাজ। উত্তরপত্র সংক্রান্ত যে সমস্ত সংশয় রয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। মাধ্যমিকের চূড়ান্ত রেজাল্ট প্রস্তুতির ব্যস্ততা চলছে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে।
আরও পড়ুনঃ Check Madhyamik Result 2023
প্রসঙ্গত, শনিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ। নম্বর যাচাইয়ের জন্য (www.wbbsedata.com) নামক একটি ওয়েবসাইট চালু করেছে পর্ষদ। পরীক্ষকেরা অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। ১লা মের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে। পর্ষদ সূত্রে খবর, অতি শীঘ্রই যাতে রেজাল্ট প্রকাশ করা যায়, তার জন্য তৎপরতা গ্রহণ করা হচ্ছে।