চাকরির খবর

রাজ্যে গ্রূপ ডি কর্মী নিয়োগ, নিয়োগ হবে স্টাফ সিলেকশান কমিটির মাধ্যমে

Advertisement

রাজ্যের সরকারি দপ্তরে কর্মী নিয়োগের জন্য নতুন করে স্টাফ সিলেকশন কমিশন গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। গত ১৭ই এপ্রিল এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ইতিমধ্যে পথচলা শুরু করতে চলেছে এই নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন। বর্তমানে নবান্ন সূত্রে খবর, সরকারি অফিসগুলিতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ কর্মসূচি শুরু করা হবে।

এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসে রাজ্যের সরকারি দপ্তরগুলিতে গ্রুপ ডি কর্মী নিয়োগে বিশেষ রিক্রুটমেন্ট বোর্ড গঠন করেছিল রাজ্য সরকার। এই বোর্ড পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রায় ছয় হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ করে। গ্রুপ ডি ‘র প্যানেল প্রকাশিত হয় ২০১৮ সালের অগাস্ট মাসে। তারপর থেকে পরীক্ষা নিয়ে সরকারি অফিসগুলির গ্রুপ ডি স্থায়ী পদে আর কোনও নিয়োগ হয়নি রাজ্যে। এদিকে বছর খানেক আগে তুলে নেওয়া হয় সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট বোর্ড। যার দরুণ স্বাভাবিকভাবেই বাড়ছে শূন্যপদের সংখ্যা। ধারণা করা হচ্ছে, বিগত বছরগুলিতে তৈরি হওয়া এই বিপুল সংখ্যক শূন্যপদ ধাপে ধাপে পূরণ করবে স্টাফ সিলেকশন কমিশন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় ফ্লিম ইনস্টিটিউটে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ

সূত্রের খবর, রাজ্য জুড়ে কয়েক হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি নয়া কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ পাওয়া প্রার্থীরা গ্রুপ সি পদে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। ফলে স্বাভাবিকভাবেই এটি খুশির বার্তা রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য। প্রসঙ্গত, এসএসসিতে পদাধিকারীদের নিয়োগে তৎপরতা গ্রহণ করছে রাজ্য। চেয়ারম্যান ও সর্বাধিক ছয় জন সদস্যকে নিয়ে এই কমিশন গঠন করা হবে। নবান্ন সূত্রে খবর, কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা নিযুক্ত হলেই গ্রুপ ডি পদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে।

গ্রূপ ডি কর্মী নিয়োগ

Related Articles