স্কলারশিপ 2024

পশ্চিমবঙ্গ সরকারের দুর্দান্ত স্কলারশিপ! প্রচুর টাকা পাবেন পড়ুয়ারা! আবেদন করবেন কিভাবে? জেনে নিন

Advertisement

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য দুর্দান্ত স্কলারশিপের সুবিধা দেয় পশ্চিমবঙ্গ সরকার। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন পড়ুয়ারা। এই স্কলারশিপটি ‘নবান্ন স্কলারশিপ’ বা ‘উত্তরকন্যা স্কলারশিপ’ নামে পরিচিত। নবান্ন স্কলারশিপে প্রতিবছর ১০,০০০ টাকা করে পাবেন পড়ুয়ারা। তবে কোর্সের মেয়াদ ও পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে টাকার পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আবেদন যোগ্যতা: নবান্ন স্কলারশিপ পাওয়ার জন্য মাধ্যমিকে পড়ুয়াদের পেতে হবে ৬৫ শতাংশ নম্বর।উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে তা ৬০ শতাংশ নম্বর। আর স্নাতক স্তরের যে কোনো বিভাগে ৫৫ শতাংশ নম্বর পেয়ে যে সমস্ত পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুনঃ IET India Scholarship প্রতিমাসে পেতে পারেন ৮০ হাজার টাকা

আবেদন জানাবেন কিভাবে?

১) নবান্ন স্কলারশিপে আবেদন জানানোর জন্য পড়ুয়াদের প্রথমে (www.wbcom.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর অনলাইনে স্কলারশিপের আবেদনপত্র ডাউনলোড করতে হবে।

৩) এবার আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করতে হবে।

৪) প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।

৫) আবেদনপত্র সাবমিটের পর রিসিভড কপিটি রেখে দেবেন পড়ুয়ারা।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

১) নবান্নের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে
Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee
Road, Shibpur, Howrah, 711102

২) উত্তরকন্যার জন্য আবেদনপত্র জমা দেওয়া যাবে Uttarkanya, P.O.Satelite Township, Fulbari, Jalpaiguri- 734015

প্রয়োজনীয় ডকুমেন্টস: নবান্ন স্কলারশিপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হলো ১) নবান্ন স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম ২) পরীক্ষার মার্কশিট ৩) বাৎসরিক আয়ের সার্টিফিকেট ৪) বর্তমান কোর্সে ভর্তির প্রমাণপত্র ৫) পাসপোর্ট সাইজের ছবি ৬) রেকমেন্ডেশন সার্টিফিকেট ৭) Self Declaration Copy

প্রসঙ্গত, যে সকল পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে চান, তাঁরা ওয়েবসাইট মারফত স্কলারশিপের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

পশ্চিমবঙ্গ সরকার

Related Articles