চাকরির খবর

WBCS 2021 Edit Window Notice: গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো পিএসসি

Advertisement

কয়েকদিন আগেই শেষ হয়েছে 2021 সালের WBCS পরীক্ষার অনলাইন ফর্ম ফিলাপ প্রক্রিয়া। ফর্ম ফিলাপ শেষ হওয়ার পরে আবেদনকারীরা ভাবছেন কবে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে? যখন পরীক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি জোরদার করতে ব্যস্ত, তার মধ্যেই পাবলিক সার্ভিস কমিশন 2021 সালের WBCS পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো। বহু পরীক্ষার্থীরা এই বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলেন।

আরও পড়ুন: জেলায় জেলায় ১০ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

WBCS 2021 Edit Window Notice

WBCS 2021 Edit Window Notice

WBCS 2021 Edit Window Notice

এদিনের বিজ্ঞপ্তি অনুযায়ী, 2021 সালের WBCS পরীক্ষার আবেদনকারীদের অনলাইন ফর্ম ফিলাপ করার সময় যদি কোন ভুল থেকে থাকে, সেই ভুল ঠিক করার সুযোগ পাবেন। কেবল 2021 সালের ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের “Edit Window” সুযোগ দেওয়া হবে। এই “Edit Window” -এর মাধ্যমে আবেদনকারীরা নিজেদের ভুল ঠিক করতে পারবেন। আগামী 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন আবেদনের যেকোন ভুল ভুল শোধরানোর সুযোগ পাবেন। প্রসঙ্গত, আবেদনকারীরা এনরোলমেন্ট করার সময় যদি কোন ভুল করে থাকেন, সেক্ষেত্রে ওই ভুল ঠিক করার সুযোগ পাবেন না। কেবল ডব্লিউবিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে কোন ভুল ত্রুটি থাকলে নির্দিষ্ট কয়েকটি বিষয় ঠিক করার সুযোগ পাবেন। আবেদনকারীদের এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে “Edit Window” ব্যবহারের মাধ্যমে এই কাজটি করতে হবে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে চাকরি

WBCS 2021 Edit Window Notice

Related Articles