শিক্ষার খবর

UGC NET 2023: চলতি বছরে UGC NET পরীক্ষা কবে? প্রকাশ্যে এল দিনক্ষণ

Advertisement

UGC NET 2023: কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পাওয়ার জন্য ইউজিসি নেট (UGC NET) পরীক্ষাটিকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত করা হয়। চলতি বছরের এই পরীক্ষা কবে নেওয়া হবে তার জন্য অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা। সম্প্রতি ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার ট্যুইট করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন।

চলতি বছরের ইউজিসি নেট (UGC NET) পরীক্ষা আয়োজিত হবে জুন মাস নাগাদ। পরীক্ষা শুরু হবে ১৩ই জুন ২০২৩ থেকে চলবে আগামী ২২শে জুন ২০২৩ পর্যন্ত। পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ১০ই মে (বুধবার) থেকে আগামী ৩১শে মে ২০২৩ পর্যন্ত, এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন প্রার্থীরা। (ugcnet.nta.nic.in) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জানানো যাবে।

আরও পড়ুনঃ প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষার দিন বদল! কবে হবে পরীক্ষা?

দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারি অধ্যাপক ও জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য একটি যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল ইউজিসি নেট পরীক্ষা (UGC NET)। চলতি বছরে এই পরীক্ষা হবে মোট ৮৩ টি বিষয়ের উপরে। পরীক্ষা হবে কম্পিউটার বেসড (CBT) ধরনের। যে সকল পরীক্ষার্থীরা ইউজিসি নেট পরীক্ষার জন্য আবেদন জানাতে চান, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এছাড়া এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে (nta.nic.in) ও (ugcnet.nta.nic.in) ওয়েবসাইট দুটিতে নজর রাখবেন প্রার্থীরা।

join Telegram

Related Articles