শিক্ষার খবর

UGC NET 2023: শুরু হল UGC NET পরীক্ষার আবেদন প্রক্রিয়া

Advertisement

UGC NET 2023: আগামী জুন মাসে আয়োজিত হতে চলেছে চলতি বছরের ইউজিসি নেট (UGC NET) পরীক্ষা। পরীক্ষা শুরু হবে ১৩ জুন থেকে চলবে ২২ জুন পর্যন্ত। পরীক্ষাটি হবে কম্পিউটার ভিত্তিক (CBT) মোডে। মোট ৮৩টি বিষয়ের উপর পরীক্ষাটি নেওয়া হবে। বুধবার ১০ মে থেকে পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ৩১ শে মে বিকেল পাঁচটা পর্যন্ত। যে সকল পরীক্ষার্থীরা এ বছর ইউজিসি নেট (UGC NET) পরীক্ষা দেবেন তাঁরা (ugcnet.nta.nic.in) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

UGC NET 2023

পরীক্ষার আবেদন জানাবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে (ugcnet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) হোমপেজে গিয়ে পরীক্ষার অ্যাপ্লিকেশনের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩) এরপর নিউ রেজিস্ট্রেশন করতে হবে।

৪) আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে।

৫) এরপর আবেদনপত্রটি প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দেবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুনঃ চলতি বছরে UGC NET পরীক্ষা কবে?

অ্যাপ্লিকেশন ফি:

ইউজিসি নেট (UGC NET) পরীক্ষায় আবেদন জানানো জেনারেল বিভাগের প্রার্থীদের আবেদন ফি ধার্য হয়েছে ১১৫০/- টাকা। জেনারেল EWS ও OBC প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি ৬০০/- টাকা। এছাড়া SC, ST প্রতিবন্ধী, ও থার্ড জেন্ডার প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে ৩২৫ টাকা।

বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারি অধ্যাপক ও জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য একটি যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা হল ইউজিসি নেট পরীক্ষা (UGC NET)। প্রতিবছর এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। এই পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।

Related Articles