রাজ্যে পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় ল্যাথার্জি ও ক্যাজুয়ালেন্স এসে গিয়েছে। নিয়োগ প্রক্রিয়া দেখে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নির্দেশ- তিন মাসের মধ্যে পুলিশের সব নিয়োগ সম্পূর্ণ করতে হবে। একইসাথে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগে যখন পুলিশে লোক নেওয়া হত, ছয় মাস প্রশিক্ষণ দিতে হত। কিন্তু এখন হাজার হাজার শূন্যপদ পড়ে রয়েছে।
বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের যুবক, যুবতীদের কর্মসংস্থান সহ আরো বেশ কিছু বিষয় তুলে ধরেন তিনি। রাজ্যের পলিটেকনিক কলেজ, নার্সিং কলেজ ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাফল্যের কথাও বলেন মুখ্যমন্ত্রী। তবে পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী জানান, ‘যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দেন, তাঁরা আশা করে থাকেন যে চাকরি হবে’। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গা ছাড়া ভাব থাকার কারণে আটকে যাচ্ছে নিয়োগ, পড়ে থাকছে শূন্যপদ। এদিকে চাকরির দাবিতে সরব হচ্ছেন প্রার্থীরা। সব মিলিয়ে একটানা অচলাবস্থা চলছে রাজ্য জুড়ে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
পুলিশের নিয়োগ প্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ ব্যবস্থায় পরিবর্তন আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এতদিন ছয় মাস ধরে যে প্রশিক্ষণ দেওয়া হত তা এবার সাত দিনে সেরে এক একটি থানায় পাঠাতে বললেন প্রার্থীদের। আর সেখান থেকেই ফিল্ড ট্রেনিং দেওয়ার নির্দেশ দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মাসের মধ্যে একুশ দিন ফিল্ডে কাজ করানো হোক আর বাকি সাত দিন অন্যান্য ট্রেনিং চলুক। সবমিলিয়ে রাজ্য পুলিশের নিয়োগ যাতে আরও দ্রুত সম্পন্ন হয় ও প্রার্থীদের কর্মসংস্থান নিশ্চিত হয়, তারই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।