ফের কাটছাঁট করা হল সিলেবাসে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বোর্ডের তরফে দশম শ্রেণীর সিলেবাসে বেশ কিছু বদল আনা হয়েছে। দশম শ্রেণীর সমাজবিজ্ঞান তথা সোশ্যাল সায়েন্সের সিলেবাসে প্রচুর বদল এনেছে বোর্ড। পাঠ্যক্রম থেকে বেশ কিছু পার্টকে বাদ দিয়ে নতুন সিলেবাস কাঠামো প্রকাশ করেছে সিবিএসই (CBSE)।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমাজ বিজ্ঞান সিলেবাসে পরিবর্তন এনেছে সিবিএসই (CBSE) বোর্ড। সূত্রের খবর, পড়ুয়াদের উপর যাতে অতিরিক্ত চাপের বোঝা কমে তার জন্য সিলেবাসের অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি এই নয়া সিলেবাস প্রকাশ করেছে সিবিএসই (CBSE) বোর্ড।
আরও পড়ুনঃ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
বোর্ডের তরফে জানানো হয়েছে, অনেকদিন ধরেই বইয়ের অতিরিক্ত বিষয়গুলি বাড়তি বোঝা হয়ে দাঁড়াচ্ছিল পড়ুয়াদের জন্য। তাই এবার থেকে যতটুকু দরকার ততটুকুই পড়বেন পড়ুয়ারা। এই সংশোধিত সিলেবাসেই পঠনপাঠন চলবে স্কুল গুলিতে। প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন বিষয়ের সিলেবাসে বেশ কিছু পরিবর্তন এনেছে বোর্ড। এবার সোশ্যাল সায়েন্সের সিলেবাসেও রদবদল করা হল।