চাকরির খবর

রাজ্যের প্রায় লক্ষাধিক মহিলার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি! চালু হতে চলেছে ‘উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’

Advertisement

বিগত বছরগুলিতে নারীদের উন্নতিকল্পে একাধিক প্রকল্প এনেছে রাজ্য সরকার। ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু হওয়ার পর থেকে উচ্চশিক্ষায় আরো বেশি সংখ্যক মেয়েরা অংশগ্রহণ করছেন। এছাড়া ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের মাধ্যমে মহিলাদের নির্দিষ্ট ভাতা দেওয়ার বন্দোবস্ত হয়েছে। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় রাজ্য। এবার রাজ্যের মহিলাদের চাকরির নিশ্চয়তা দেওয়ার চিন্তাভাবনা শুরু করছে সরকার। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে চালু হতে চলেছে ‘উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম।’ এর দ্বারা প্রায় লক্ষাধিক মহিলার কর্মসংস্থান সুনিশ্চিত হবে বলে ধারণা করা যাচ্ছে।

মহিলাদের চাকরির সুযোগ বাড়াতে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রীসভার ছাড়পত্র পেয়েছে সিদ্ধান্তটি। ইতোমধ্যে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আধিকারিকরা কাজ শুরু করেছেন। ঠিক কিভাবে কাজ হবে? সূত্রের খবর, প্রথমে প্রতিটি দপ্তরের হাতে থাকা মহিলাদের চাকরি আর কাজ সম্পর্কিত তথ্যগুলি মিলিয়ে দেখা হবে। খতিয়ে দেখা হবে কোন দপ্তরে কতজন মহিলা কাজ করছেন। এছাড়া, কোন কোন সরকারি ক্ষেত্রে মহিলাদের কাজের সুযোগ বৃদ্ধি করা সম্ভব, কোন কোন বেসরকারি সংস্থা বেশি করে মহিলাদের কাজে নিযুক্ত করতে পারবে, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কিভাবে মহিলাদের কাজের সুযোগ বৃদ্ধি করা যায়, এই সমস্ত বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করবে রাজ্য।

আরও পড়ুনঃ রাজ্যে শিক্ষক নিয়োগের আবেদন শুরু

সূত্রের খবর, শিশু ও মহিলা উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের সচিবকে এই প্ল্যাটফর্মের জন্য একজিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া, রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরগুলির সচিবদের নিয়ে গড়ে তোলা হয়েছে প্ল্যাটফর্মটি। এর মধ্যে রয়েছে, অর্থ, শ্রম, কারিগরি শিক্ষা, শিল্প, ক্ষুদ্রশিল্প, স্বাস্থ্য, পঞ্চায়েত, তথ্যপ্রযুক্তি, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। কেবল কাজের সুযোগ বৃদ্ধি নয়, কাজের জগতে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের, সেই সমস্ত সমস্যা সমাধানের ক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া হতে পারে।

রাজ্যের প্রায় লক্ষাধিক মহিলার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি

Related Articles