ইন্ডিয়ান ব্যাঙ্কে (Indian Bank) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
Employment No. –
পদের নাম – Product Manager – Cash & Cheque receivables
মোট শূন্যপদ – ২ টি।
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে অবশ্যই BE / B.Tech / CA অথবা MCA / M.Sc. IT পাশ আউট হতে হবে। সেইসঙ্গে প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা রাখতে হবে।
মাসিক বেতন – আলোচনা সাপেক্ষ।
পদের নাম – Product Manager UPI & Mandate Management
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে অবশ্যই BE / B.Tech / CA অথবা MCA / M.Sc. IT পাশ আউট হতে হবে। সেইসঙ্গে প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা রাখতে হবে।
মাসিক বেতন – আলোচনা সাপেক্ষ।
আরও পড়ুনঃ UPSC CDS Recruitment 2023
পদের নাম – Team Lead – Transaction Banking Sales
মোট শূন্যপদ – ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে অবশ্যই M.Tech / MBA পাশ আউট হতে হবে। সেইসঙ্গে প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা রাখতে হবে।
মাসিক বেতন – আলোচনা সাপেক্ষ।
বয়সসীমা – এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে উক্ত পদগুলিতে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পূরণ করা আবেদনপত্র সহ শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র একটি মুখ বন্ধ খামে ভরে সংস্থার নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে। খামের ওপর অবশ্যই “Application for the post of ‘Name of the Post’ – Cash Management Vertical” কথাটি উল্লেখ করতে হবে।
আবেদন ফি – সকল আবেদনকারী প্রার্থীকে এককালীন ১০০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা – Chief General Manager (CDO & CLO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu
আরও পড়ুনঃ দূরদর্শন কেন্দ্র কলকাতাতে চাকরির সুযোগ
নিয়োগ পদ্ধতি – শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান – সংস্থার প্রয়োজন অনুসারে Bengaluru, Delhi, Hyderabad, Kolkata, Lucknow, Mumbai এইসব জায়গায় নিয়োগ করা হবে আবেদিনকারীদের।
আবেদনের শেষ তারিখ – ২৯ মে, ২০২৩।
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here