স্কলারশিপ 2024

মাধ্যমিক পাশে সেরা স্কলারশিপ! প্রতিমাসে পাবেন ৫ হাজার টাকা

Advertisement

আজ প্রকাশিত হলো মাধ্যমিক ২০২৩-এর রেজাল্ট। এরপর নিজেদের পছন্দের বিষয় নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন পড়ুয়ারা। কিছুজন ভর্তি হবেন পছন্দের কোর্সে। তবে, মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর পড়ুয়াদের উচ্চশিক্ষায় যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য সরকারি ও বেসরকারি তরফে বেশ কিছু স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এই স্কলারশিপগুলির মাধ্যমে প্রচুর টাকা পেতে পারেন পড়ুয়ারা। সংশ্লিষ্ট প্রতিবেদনে তেমনই কিছু স্কলারশিপের তথ্য তুলে ধরা হল।

১) নবান্ন স্কলারশিপ

নবান্ন স্কলারশিপটি উত্তরকন্যা স্কলারশিপ নামেও পরিচিত। মাধ্যমিক পরীক্ষায় ৬৫ শতাংশ নিয়ে যে সমস্ত পড়ুয়ারা উচ্চমাধ্যমিক স্তরের পঠনপাঠনে ভর্তি হয়েছেন, তাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। অফলাইনের মাধ্যমে এই স্কলারশিপের আবেদন জানানো যায়। নবান্ন স্কলারশিপ থেকে ১০,০০০/- টাকা পেতে পারেন পড়ুয়ারা।
Apply Now: Click Here

২) বিকাশ ভবন স্কলারশিপ

মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা পড়ুয়ারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন তাঁরা বিকাশ ভবন স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। অনলাইনে ওয়েবসাইট মারফত এই স্কলারশিপের জন্য আবেদন জানানো যায়।
Apply Now: Click Here

আরও পড়ুনঃ সরাসরি দেখে নিনি মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৩

৩) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

মেধাবি অথচ আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন জানানোর জন্য পড়ুয়াদের ৬০ শতাংশ বা তার বেশি নম্বর নিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে। আবেদনরত প্রার্থীর বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা প্রার্থী অন্য কোনো স্কলারশিপের সুবিধা নিতে পারবেন না। পড়ুয়ারা অনলাইনের মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
Apply Now: Click Here

৪) টাটা স্কলারশিপ

এই স্কলারশিপে আবেদন জানাতে হলে মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। অনলাইনে ওয়েবসাইট মারফত স্কলারশিপের আবেদন নেওয়া হয়। বৈধ মেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে পড়ুয়াদের। এই স্কলারশিপ থেকে বার্ষিক ৯ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন পড়ুয়ারা।
Apply Now: Click Here

৫) ঐক্যশ্রী স্কলারশিপ

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রি-ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন জানানো যায়। আর মাধ্যমিকের পর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। আবেদন জানানোর জন্য পড়ুয়াদের মাধ্যমিকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এই স্কলারশিপ থেকে বছরে ১১০০/- টাকা থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
Apply Now: Click Here

আরও পড়ুনঃ কবে প্রকাশ পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল

৬) সীতারাম জিন্দাল স্কলারশিপ

এই স্কলারশিপে ক্যাটেগরি অনুসারে নিয়মনীতির ভাগ রয়েছে। আবেদন জানানোর আগে এ বিষয়ে বিস্তারিত জেনে নেবেন পড়ুয়ারা। আগ্রহীরা অফলাইনের মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। প্রতিমাসে ৫০০/- টাকা থেকে ২৫০০/- টাকা পর্যন্ত পেতে পারেন।
Apply Now: Click Here

৭) ওয়েসিস স্কলারশিপ

পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণীর (SC, ST, OBC) পড়ুয়ারা ‘ওয়েসিস স্কলারশিপের’ জন্য আবেদন জানাতে পারবেন। এই স্কলারশিপটি প্রি এবং পোস্ট ম্যাট্রিক উভয়েই হয়। বিভিন্ন কোর্স ও বিষয় নিয়ে পাঠরত পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
Apply Now: Click Here

প্রসঙ্গত, এই স্কলারশিপগুলির নিয়ম অনেক সময় পরিবর্তন করা হয়। তাই আবেদন জানানোর আগে অবশ্যই নিয়মাবলী ভালো করে পড়ে নেবেন।

মাধ্যমিক পাশে সেরা স্কলারশিপ

Related Articles