শিক্ষার খবর

CUET UG 2023: পরীক্ষা সূচিতে বদল আনলো এনটিএ! জেনে নিন কবে হবে পরীক্ষা

Advertisement

আয়োজিত হতে চলেছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট স্নাতক (CUET UG) ২০২৩ পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই পরীক্ষার আয়োজন করতে চলেছে আগামী ২১ মে সোমবার থেকে। বহু সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন। তবে সম্প্রতি পরীক্ষা সূচিতে কিছু বদল এনেছে এনটিএ।

জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার দাবি, বেশ কিছু শহরে পরীক্ষার্থীর সংখ্যা অত্যন্ত বেশি। সেই কারণে আরও বেশিদিন ধরে সিইউইটি ইউজি (CUET UG) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পরীক্ষার যে সূচি প্রকাশ করা হয়েছিল, সেখানে ৩১ মে সিইউইটি (CUET) পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নয়া ঘোষণা অনুসারে আগামী ১ জুন, ২ জুন, ৫ জুন ও ৬ জুন তারিখে পরীক্ষা নেওয়া হবে। এর সঙ্গে ৭ ও ৮ জুন কে অতিরিক্ত দিন হিসেবে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ পরের বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ

প্রসঙ্গত, সোমবার থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সিইউইটি ইউজি পরীক্ষার আয়োজন হতে চলেছে। এবছর অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা যথেষ্টই বেশি। এনটিএ জানিয়েছে, এবছর সিউইইটি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কাউন্সিলিংয়ের তালিকা তৈরি করবে প্রতিটি বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে বেশ কিছু পরীক্ষার ‘সিটি ইন্টিমিশন স্লিপ’ প্রকাশ করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

CUET UG

Related Articles