কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন (CHSL) টায়ার 1 পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন (SSC)। CHSL টায়ার 1 পরীক্ষার নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) -এ। সর্বমোট ৪০২২৪ জন প্রার্থী টায়ার ২ পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
ফলাফল দেখবেন কিভাবে?
১) প্রার্থীদের প্রথমে (ssc.nic.in) ওয়েবসাইট যেতে হবে।
২) এরপর হোমপেজে অবস্থিত রেজাল্ট ট্যাবে যেতে হবে।
৩) এবার CHSL টায়ার 1 রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগ
৪) স্ক্রিনে ফলাফলটি দেখতে পাবেন।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।
CHSL টায়ার 1 কাট অফ মার্কস
কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনের (CHSL) রেজাল্টের সঙ্গে কাট অফ মার্কসও প্রকাশ করা হয়েছে। কাট অফ মার্কস বলতে বোঝায় একটি ন্যূনতম নম্বর যার দ্বারা একজন পরীক্ষার্থী পরবর্তী পর্যায়ে উন্নীত হতে পারেন। বিভিন্ন ক্যাটাগরির জন্য কাট অফ মার্কস বিভিন্ন রাখা হয়েছে। যেমন, জেনারেল ক্যাটেগরির জন্য ১৫৭.৭২৯৮৪। ওবিসি ক্যাটেগরির জন্য ১৫৩.২৫০২৪। SC দের জন্য ১৩৫.৪৬৯৭২। ST দের জন্য ১২৫.৭৯৭০২। EWS দের জন্য ১৫১.০২৯৭৫। কাট অফ মার্কসের তালিকাটি বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারবেন প্রার্থীরা।
আরও পড়ুনঃ বিদ্যালয় শিক্ষা দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ
গত ৯ মার্চ থেকে ২১ মার্চ সিএইচএসএল পরীক্ষার আয়োজন করেছিল স্টাফ সিলেকশন কমিশন। যে সকল প্রার্থীরা সিএইচএসএল (CHSL) টায়ার ১ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা টায়ার 2 পরীক্ষায় বসতে পারবেন। অফলাইনে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন ২০২৩। পরীক্ষা সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।
Official Notification: Download Now