এক নজরে
উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023 প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি বছরে মার্চ 14 থেকে মার্চ 27 পর্যন্ত চলেছিল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার রেজাল্ট 24 মে, বুধবার প্রকাশিত হবে। উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023 কীভাবে দেখা হবে সে প্রসঙ্গে পরীক্ষার্থীরা অনেকেই কৌতুহলী। এই প্রতিবেদনে বাড়িতে বসে কিভাবে উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023 দেখতে পারবেন সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023
সাধারণত প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার 50-60 দিনের মধ্যে উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়। তাই এই বছরও 24 মে, বুধবার 58 দিনের মাথায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল সর্বপ্রথম পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিশিয়াল ওয়েবসাইট @wbchse.nic.in -এ প্রকাশিত হবে।
উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023 কীভাবে দেখবো?
উচ্চমাধ্যমিক রেজাল্ট খুব সহজেই কীভাবে Step-by-step দেখতে পারবেন নীচে তা জানানো হলো।
Step-1 : উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখার জন্য নীচের ‘Click Here’ বাটনে ক্লিক করতে হবে।
Step-2 : “Higher Secondary Result 2023” অংশে ক্লিক করতে হবে।
Step-3 : “Enter Your Registration No.” – এর ঘরে রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে এবং “Enter Date of Birth” -এর বক্সে জন্ম তারিখ দিতে হবে।
Step-4 : ”Submit” বাটনে ক্লিক করতে হবে। তারপর পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখতে পারবেন।
উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023 SMS -এর মাধ্যমে কীভাবে দেখবো?
মোবাইল ফোনে SMS -এর মাধ্যমেও খুব সহজেই উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023 চেক করতে পারবেন।
WB12<space> Roll. No. লিখে ম্যাসেজটি 5676750 / 58888 নম্বরে পাঠাতে হবে।
তারপর SMS -এর মাধ্যমে রেজাল্ট চলে আসবে।
কোন কোন ওয়েবসাইটে উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখতে পারবো?
www.wbchse.wb.gov.in
www.wbchse.nic.in
www.wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com
www.results.nic.in
উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশের সমস্ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇👇👇