মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়েছে গত ১৯ মে ২০২৩। সাধারণত প্রতি বছর মাধ্যমিকের পরেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হয়। প্রতি বছরের এই ট্রেন্ডকে ফলো করে আগামী ২৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ফল ঘোষণা হলে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। কিভাবে রেজাল্ট দেখা যাবে, তা জানানো হল এই প্রতিবেদনে।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট চেক করবেন কিভাবে?
১) পরীক্ষার্থীদের প্রথমে (wbchse.wb.gov.in) অথবা (wbresults.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
আরও পড়ুনঃ সরাসরি দেখুন উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৩
৪) এবার স্ক্রিনে রেজাল্টটি দেখতে পাবেন।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন পরীক্ষার্থীরা।
২৪ মে দুপুর বারোটায় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে সংসদ। প্রকাশ করা হবে মেধাতালিকা। দুপুর ১২:৩০ থেকে নিজেদের রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত, চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ থেকে পরীক্ষা শেষ হয়েছে ২৭ মার্চ। প্রথম থেকেই দ্রুত ফলপ্রকাশের জন্য তৎপর ছিল সংসদ। আর এখন চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি সারা হচ্ছে।