উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই প্রকাশ পাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফলাফল। বেলা ১২ টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা ১২:৩০ থেকে বিভিন্ন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন ও এসএমএসের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। কেবল রেজিস্ট্রেশন নম্বর দিলেই নিজেদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট স্ক্রিনে দেখতে পাবেন।
নিজের মোবাইলে কীভাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করবেন স্টেপ বাই স্টেপ দেখে নিন-
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023 চেক
Step 1: নীচের Click Here বাটনে ক্লিক করুন।
Step 2: আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে।
Step 3: Enter Your Registration No. -এর ঘরে রেজিস্ট্রেশন নম্বর দিন।
Step 4: Enter Captcha -এর ঘরে স্ক্রিনে দেওয়া নম্বরটি টি টাইপ করে ‘Submit’ বাটনে ক্লিক করলেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে।
SMS-এর মাধ্যমে রেজাল্ট চেক: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা WB12<Space>Roll No. লিখে 5676750 অথবা 58888 নম্বরে পাঠালে এসএমএসের মাধ্যমে নিজেদের রেজাল্ট জেনে নিতে পারবেন।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে সেরা 5 টি স্কলারশিপের খবর
মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট চেক: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট চেক করতে চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে West Bengal HS Result 2023 ডাউনলোড করে নেবেন। অ্যাপে প্রয়োজনীয় তথ্য যেমন, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলে পরীক্ষার ফলাফল দেখতে পাবেন।
প্রসঙ্গত, পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। গত ১৪ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা চলে ২৭ মার্চ পর্যন্ত। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আট লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি।