গোটা দেশজুড়ে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। মাধ্যমিক পাশ করে থাকলেই পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। মোট 3679 শূন্যপদে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস নিয়োগ করা হচ্ছে। যেকোন ভারতীয় নাগরিক পদগুলিতে আবেদন করতে পারবেন।
রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here
পদের নাম: ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM), এবং ডাক সেবক।
আরও পড়ুন: রাজ্যে ২৭ হাজার কনস্টেবল ও এস.আই নিয়োগ
মোট শূন্যপদ: 3679 টি। এদের মধ্যে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মোট শূন্যপদ 2296 টি (EWS- 324, OBC- 507, PWD- 86, SC- 279, ST- 143, UR- 947)। দিল্লির শূন্যপদ 233 টি (EWS- 17, OBC- 62, PWD- 6, SC- 37, ST- 12, UR- 99)। তেলেঙ্গানা রাজ্যের শূন্যপদ 1150 টি (EWS- 130, OBC- 279, PWD- 38, SC- 154, ST- 65, UR- 484)।
আরও পড়ুন: মাধ্যমিক/ H.S পাশে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ
যোগ্যতা: মাধ্যমিক পাশ। সঙ্গে আবেদনকারীকে অন্তত 60 দিনের একটি কম্পিউটার কোর্স পাস করতে হবে। আবেদনকারীকে সাইকেল চালাতে জানতে হবে।
বয়স: 18 থেকে 40 বছরের মধ্যে (27/01/2021 তারিখের হিসাবে)। SC/ ST/ OBC ও প্রতিবন্ধী প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন।
আরও পড়ুন: ফুড সাব ইন্সপেক্টর নিয়োগে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
বেতন ক্রম: ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) পদের ক্ষেত্রে প্রতি মাসে 14,500 টাকা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) পদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন 12,000 টাকা।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। www.appost.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে 26 ফেব্রুয়ারি, 2021 তারিখ পর্যন্ত।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে নিয়োগ
আবেদন ফি: GEN/ OBC/ EWS শ্রেণীভূক্ত পুরুষ প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে 100/- টাকা। SC/ ST/ মহিলা/ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।
অনলাইনে আবেদন করার জন্য নিচের বাটনে ক্লিক করুন 👇👇👇👇