মাধ্যমিকের মেধাতালিকায় জেলার জয়জয়কার হলেও একটিও স্থান পায়নি কলকাতা। কার্যত সেই খরা এবার উচ্চমাধ্যমিকে কাটালো তিলোত্তমা। অন্যদিকে মেধাতালিকায় নজরকাড়া সাফল্য এসেছে হুগলি জেলার থেকে। ২৪ তারিখ বুধবার প্রকাশ পেয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছরের পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে এগিয়ে রয়েছেন ছাত্ররা। মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন মোট ১১৮ জন পরীক্ষার্থী।
এবছরের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী রয়েছেন হুগলি জেলার থেকে। হুগলির ১৮ জন পরীক্ষার্থী মেধাতালিকায় রয়েছেন। এঁরা হলেন, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (চতুর্থ), কৌস্তব কুন্ডু (পঞ্চম), রূপসা উপাধ্যায় (ষষ্ঠ), কৌশিকী কুন্ডু (সপ্তম), শরণ্যা ঘোষ (সপ্তম), সৌজাত্য মুখোপাধ্যায় (সপ্তম), অষ্টম স্থানে হুগলির পাঁচ পড়ুয়া শ্রেষ্ঠা অধিকারী, অদ্বিতীয়া সিনহা, আত্রেয়ী সাহানা, সন্দীপ ভট্টাচার্য ও ঈশিকা শীল। নবম স্থানে রয়েছেন চারজন। এঁরা হলেন, তৃষিতা কর্মকার, অথেনা বসু, সুপ্রভাত ঘোষ, ও সুজিত পাল। দশম স্থানে হুগলির দুজন পরীক্ষার্থী হলেন কোয়েল কুন্ডু ও মৃগাঙ্ক সাঁতরা।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকের মার্কশিটে থাকছে QR কোড
উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় তিন জন পড়ুয়া রয়েছেন কলকাতা থেকে। এঁরা হলেন, যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী সৃজা উপাধ্যায় (সপ্তম), কলকাতা পাথ ফাইন্ডার হাইস্কুলের ছাত্র সায়ন প্রধান (অষ্টম) ও নালন্দা হাইস্কুলের ছাত্র অর্ক দাস। উচ্চমাধ্যমিকের সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের জন্য খুশি কলকাতাবাসী। সকল কৃতীদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।