শিক্ষার খবর

WBJEE Topper: অ্যাস্ট্রোফিজিক্সে নেশা, বিদেশে পাড়ি জমাবেন জয়েন্টের প্রথম স্থানাধিকারী সাহিল আখতার

Advertisement

শুক্রবার ২৬ মে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল। এই পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করে কলকাতার মুখ উজ্জ্বল করেছেন মহম্মদ সাহিল আখতার। পরীক্ষা নিয়ে অতিরিক্ত টেনশন নেননি তিনি। তবে প্রস্তুতি নিয়েছেন যথাযথ। সংবাদমাধ্যমকে জানান, অতি শীঘ্রই বিদেশে পাড়ি জমাতে চলেছেন তিনি।

কসবার বোসপুকুরের বাসিন্দা সাহিল আখতার। রুবির দিল্লি পাবলিক স্কুলের ছাত্র তিনি। জয়েন্টে দ্বিতীয় স্থানাধিকারী সোহম দাস একই স্কুলের ছাত্র। বরাবর মেধাবি ছাত্র সাহিল। তাঁর নেশা অ্যাস্ট্রোফিজিক্সের প্রতি। আগামী দিনে এই পথেই গবেষণা চালানোর ইচ্ছে রয়েছে তাঁর। আমেরিকার ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজিতে উচ্চশিক্ষার পাঠ নেবেন সাহিল। নিজের প্রথম হওয়ার খবরে বিস্ময় প্রকাশ করেন তিনি। অবাক হয়ে যান রেজাল্ট শুনে।

আরও পড়ুনঃ সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে নবান্ন

জয়েন্টের প্রস্তুতিতে কতক্ষণ পড়তেন সাহিল আখতার? তিনি জানান, প্রায় ১২-১৪ ঘন্টা পড়লেও সবসময় বই নিয়ে বসে থাকেননি তিনি। কোচিংয়ে পড়া, সেলফ স্টাডি সমস্তই চলে নিয়ম মেনে। দিল্লি আইআইটির ছাত্র তাঁর দাদার থেকেও প্রয়োজনীয় গাইডেন্স পেয়েছেন। সবসময় পাশে ছিলেন তাঁর মা, বাবা। কিবোর্ড বাজাতে পারেন সাহিল, ভালোবাসেন সুর তুলতে। আগামী দিনে অ্যাস্ট্রোফিজিক্সের নিয়ে স্বপ্ন পূরণের পথে জমাতে চলেছেন কলকাতার ছেলে।

WBJEE Topper

Related Articles