শুক্রবার ২৬ মে প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE) ২০২৩-এর ফলাফল। দুপুর ২:৩০ এর সময় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছে বোর্ড। ৪ টে থেকে নিজেদের র্যাঙ্ক চেক করতে পেরেছেন প্রার্থীরা। স্বাভাবিক ভাবেই এবার কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষায় রয়েছেন পড়ুয়ারা। এদিন বোর্ডের তরফে সম্ভাব্য দিনক্ষণ সম্বন্ধে জানানো হল।
বোর্ডের তরফে জানানো হয়েছে, জুলাই মাসের প্রথম সপ্তাহের আগে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে না। কাউন্সিলিং শুরু করা যাবে না জুলাইয়ের ৭ তারিখের আগে। অতএব জুলাই মাসের ৭ তারিখের পরেই কাউন্সিলিং প্রক্রিয়া আয়োজন করতে পারে বোর্ড। পাশাপাশি, এই কাউন্সিলিং প্রক্রিয়া হবে তিনটি ধাপে। তবে সার্বিকভাবে কাউন্সিলিং প্রক্রিয়ার সরলীকরণ করা হবে।
আরও পড়ুনঃ বিদেশে পাড়ি জমাবেন জয়েন্টের প্রথম স্থানাধিকারী সাহিল আখতার
এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেছিলেন মোট ৯৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৬ হাজার ৯১৩ জন। পাশের হার ৯৯.৪ শতাংশ। জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকায় নজর কেড়েছেন আইসিএসই ও সিবিএসই বোর্ডের পড়ুয়ারা। তবে পশ্চিমবঙ্গ বোর্ডের তিনজন পড়ুয়া মেধাতালিকায় রয়েছেন।