শিক্ষার খবর

সিলেবাস থেকে বাদ গেল ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থা হামারা’-র স্রষ্টা মহম্মদ ইকবালের জীবনী

Advertisement

ফের পাঠ্যক্রমে রদবদল। এবার বাদ পড়তে চলেছেন ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থা হামারা’-র স্রষ্টা মহম্মদ ইকবাল। মহম্মদ ইকবাল জন্মগ্রহণ করেন ১৮৭৭ সালের অবিভক্ত ভারতে। সংশ্লিষ্ট অধ্যায়টি ছিল স্নাতক স্তরের রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমে। আর এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে উর্দু কবি মহম্মদ ইকবালের জীবনী বাদ পড়লো।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ‘মর্ডান ইন্ডিয়ান পলিটিক্যাল থট’ শিরোনামের অধ্যায়টি ছিল বিএ সিক্স সেমিস্টারের পেপারের একটি অংশ। অ্যাকাডেমিক কাউন্সিলের এক সদস্য জানান, রাজনীতি বিজ্ঞানের সিলেবাস পরিবর্তনের যে প্রস্তাব আনা হয়েছিল সেখানে ‘মহম্মদ ইকবাল’ কে নিয়ে যে অধ্যায়টি ছিল তা বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বদলে যাচ্ছে মাধ্যমিকের সিলেবাস

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসরের কথায়, “যাঁরা ভারত ভাঙার ভিত্তি তৈরি করেছে তাঁদের সিলেবাসে থাকা উচিত নয়”। সূত্রের খবর, বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৯ জুন বৈঠক ডাকা হয়েছে। প্রসঙ্গত, এর আগে মুঘল অধ্যায়, ডারউইনের মতবাদ সিলেবাস থেকে বাদ পড়ায় বিস্তর আলোচনা শুরু হয়েছিল।

সিলেবাস থেকে বাদ গেল 'সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থা হামারা'-র স্রষ্টা

Related Articles