চাকরির খবর

UPSC: জাল নথি দেখিয়ে র‌্যাঙ্ক হাতানোর চেষ্টা! কড়া পদক্ষেপের পথে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন

Advertisement

কিছুদিন আগে প্রকাশ পেয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল। এই ফলপ্রকাশের পর দুই পরীক্ষার্থীর নাম ও র‌্যাঙ্ক নিয়ে জটিলতার সৃষ্টি হয়। বিহারের তুষার ও মধ্যপ্রদেশের আয়েশাকে ঘিরে তৈরি হয় জটিলতা। কমিশনের তরফে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হলে গুরুতর অভিযোগ সামনে এল।

ফলপ্রকাশের পর দাবি ওঠে, মধ্যপ্রদেশের আয়েশা নামক দুই পরীক্ষার্থীর নামের প্রথম অংশ ও রোল নম্বর এক। তবে দেখা যায় দুই পরীক্ষার্থীর মধ্যে এক জনের অ্যাডমিট কার্ডে কিউআর রয়েছে অন্যজনের নেই। সেখান থেকেই ওঠে প্রশ্ন। অন্যদিকে বিহারের তুষার নামক দুই পরীক্ষার্থীকে ঘিরেও জটিলতা ঘনীভূত হয়। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে কমিশন। তারপরেই জানা যায় জাল নথি দেখিয়ে র‌্যাঙ্ক হাতানোর চেষ্টা করছিলেন আয়েশা মারকানি ও তুষার জার নামক দুই পরীক্ষার্থী।

আরও পড়ুনঃ শুরু হল ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা

বিশেষজ্ঞরা জানিয়েছেন ইউপিএসসি এমন একটি সিস্টেমের মাধ্যমে চলে যেখানে এই ধরনের ভুল ত্রুটিগুলি কার্যত অসম্ভব। যথারীতি দুই পরীক্ষার্থীর জাল নথির ঘটনাটি ধরা ফেলেছে কমিশন। আর এবার এই দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগে অপরাধমূলক আইনি ধারায় ব্যবস্থা নিতে চলেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

UPSC

Related Articles