রেজাল্ট

SSC Result: সিলেকশন পোস্টের ফলাফল প্রকাশ করলো কমিশন! জেনে নিন কীভাবে রেজাল্ট দেখবেন

Advertisement

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রকাশ করা হল সিলেকশন পোস্ট টেন ২০২২-এর অতিরিক্ত ফলাফল। মাধ্যমিক স্তর, উচ্চমাধ্যমিক স্তর, গ্র্যাজুয়েশনের ও তার উপরের স্তরের ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে নিজেদের রেজাল্ট চেক করে আসতে পারেন।

ফলাফল চেক করবেন কিভাবে?

১) প্রার্থীদের প্রথমে (ssc.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর হোমপেজের অন্তর্গত ‘রেজাল্ট’ ট্যাবে ক্লিক করতে হবে।

৩) এবার ‘Phase X/ 2022/ Selection post Examination’ – এ ক্লিক করতে হবে।

৪) একটি পিডিএফ স্ক্রিনে ওপেন হবে।

আরও পড়ুনঃ সিজিএল টায়ার ২ পরীক্ষার ফাইনাল অ্যানসার কি

৫) সেখান থেকে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন।

৬) প্রয়োজনে পিডিএফটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন।

প্রকাশিত ফলাফল অনুসারে মোট ৪৫৪ জন প্রার্থী মাধ্যমিক স্তর থেকে, ৬৭৩ জন প্রার্থী উচ্চ মাধ্যমিক স্তর থেকে ও ৩৭৭ জন প্রার্থী গ্র্যাজুয়েট ও তার উপরের স্তরের থেকে পরবর্তী স্ক্রুটিনি রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন। স্ক্রুটিনি সম্পর্কিত যাবতীয় তথ্য জানানো হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে। তাই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নেবেন প্রার্থীরা। এছাড়া এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন।


SSC Result
Official Website: Click Here

Related Articles