শিক্ষার খবর

কঠিন পরিশ্রমেই আসে সাফল্য! সংসার সামলে IAS অফিসার বি চন্দ্রকলা

Advertisement

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর সিভিল সার্ভিস পরীক্ষাকে দেশের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। তিনটি ধাপে এই পরীক্ষাটি পরিচালিত হয়। যথা, প্রিলিমিনারি, মেইনস, ও ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কার্যত স্বপ্ন লক্ষ লক্ষ পরীক্ষার্থীর। দক্ষ হাতে সংসার সামলেও সেই কঠিনতম পরীক্ষায় সাফল্য এনে নজির গড়েছিলেন আইএএস অফিসার বি চন্দ্রকলা।

তেলেঙ্গানার বাসিন্দা বি চন্দ্রকলা। হায়দ্রাবাদের কোটি মহিলা কলেজ থেকে স্নাতক হয়েছেন তিনি। এরপর ডিসটেন্সে এমএ করেন অর্থনীতিতে। স্বপ্ন ছিল ইউপিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। কিন্তু বিয়ে হয়ে যায় তাঁর। বিয়ের পরে সংসার সামলে ইউপিএসসির প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন। সেই কঠিন পথটিই বেছে নিলেন চন্দ্রকলা। প্রতিপদে চন্দ্রকলার সঙ্গ দেন তাঁর স্বামী। সঙ্গে ছিল তাঁর পরিবারের সমর্থন। মনোযোগ দিয়ে পড়াশোনা করে সমস্ত বাধা অতিক্রম করেন চন্দ্রকলা। সফল আইএএস (IAS) হিসেবে নির্বাচিত হন তিনি।

আরও পড়ুনঃ মাত্র ২২ বছর বয়সেই দ্বিতীয় চেষ্টাতে ইউপিএসসি উত্তীর্ণ

২০০৮ সালে ৪০৯ তম স্থান অর্জন করে UPSC তে সফল হন বি চন্দ্রকলা। প্রাথমিকভাবে তিনি নিযুক্ত হন প্রয়াগরাজের সিডিও হিসেবে। এরপর তিনি হামিরপুরের ডিএম হন। এছাড়া তিনি বুলন্দশহর, বিজনোর ও মিরাটের ডিএ হয়েছিলেন। বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা যায় চন্দ্রকলাকে। তাঁর ব্যক্তিত্ব প্রশংসিত দেশের মানুষের কাছে।

সংসার সামলে IAS অফিসার বি চন্দ্রকলা

Related Articles