রেজাল্ট

TET Certificate: ২০১৭ সালের টেট উত্তীর্ণদের সার্টিফিকেট ইস্যু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Advertisement

২০১৭ সালের প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের টেট পাশ সার্টিফিকেট (TET Certificate) দেওয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে ২০১৪ সালের ও ২০২২ সালের টেট উত্তীর্ণরা নিজেদের সার্টিফিকেট পেয়েছিলেন। আর এবার ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে টেট পাশ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

গতকাল অর্থাৎ ৩১ মে ২০২৩ থেকে অনলাইন মোডে সার্টিফিকেটগুলি ডাউনলোড করা যাচ্ছে। বোর্ডের দুটি ওয়েবসাইট (www.wbbpe.org) এবং (wbprimaryeducation.org) থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

আরও পড়ুনঃ আরো বাড়ল গরমের ছুটির মেয়াদ

২০১৭ সালের পরীক্ষার টেট পাশ সার্টিফিকেট মিলতে কেন এত বিলম্ব, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল আগেই। আদালত নির্দেশ দেয় সফলদের অতি দ্রুত সার্টিফিকেট প্রদান করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ২০১৪ ও ২০২২ সালের টেট উত্তীর্ণদের পর এবার ২০১৭ সালের টেট পাশ প্রার্থীদের সার্টিফিকেট ইস্যু করেছে পর্ষদ। প্রার্থীরা টেট সম্পর্কিত যে কোনো আপডেটের জন্য পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

TET Certificate

Official Website: Click Here

Related Articles