চাকরির খবর

রাজ্যের সরকারি কর্মচারীদের একগুচ্ছ সুযোগ সুবিধা বৃদ্ধি! কর্মীদের দ্রুত পদন্নোতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Advertisement

রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। সমস্ত সরকারি কর্মী ও আধিকারিকদের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মীদের দ্রুত পদন্নোতির নির্দেশ দিয়েছেন তিনি। এর পাাশাপাশি শূন্যপদ পূরণ, নতুন পদ সৃষ্টি ও স্বাস্থ্য প্রকল্পের টাকা বৃদ্ধিরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার সরকারি কর্মীদের পদন্নোতির যে উদ্যোগ গৃহীত হয়েছে তাতে কর্মীদের বেতন যে বাড়তে চলেছে তা বোঝাই যাচ্ছে।

সূত্রের খবর, রাজ্যের সরকারি কর্মচারীদের একগুচ্ছ সুযোগ সুবিধা বৃদ্ধি। বুধবার নবান্ন সভাঘরে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কর্মী ও আধিকারিকদের কয়েকটি সংগঠন। বৈঠক শেষে সরকারের তরফে সংশ্লিষ্ট সুযোগ সুবিধাগুলির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলির সর্বস্তরে শূন্যপদ পূরণ করতে হবে পদন্নোতির ভিত্তিতে। আগামী তিন মাসের মধ্যে পূরণ করতে হবে শূন্যপদ। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এহেন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। পদন্নোতির সুযোগ ও বেতন বৃদ্ধি না হওয়ায় অসন্তুষ্ট কর্মীরা। এদিকে, ডিএ-র দাবিতে অশান্ত রাজ্যের পরিস্থিতি। চলছে ধর্ণা বিক্ষোভ, আন্দোলন। বুধবারের বৈঠকে আলোচনা হয়েছে ডিএ প্রসঙ্গেও। সূত্রের খবর, এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। বিষয়টি সরকারের ইচ্ছের উপর নির্ভর করে। এর মধ্যে মঙ্গলবার প্রায় ১ লক্ষ ২৫ হাজার কর্মসংস্থানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যা রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নিঃসন্দেহে সুখবর। আর এবার কর্মীদের পদন্নোতি ও সুযোগ সুবিধা বৃদ্ধি সংক্রান্ত মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

রাজ্যের সরকারি কর্মচারীদের একগুচ্ছ সুযোগ সুবিধা বৃদ্ধি

Related Articles