জাতীয় শিক্ষানীতি (NEP 2020) অনুসারে ভারতীয় শিক্ষা কাঠামোয় আমূল পরিবর্তন আসছে। জাতীয় শিক্ষানীতি মেনে তিন বছরের পরিবর্তে চার বছরের স্নাতক কোর্স চালুর নির্দেশ দেওয়া হয় রাজ্যগুলিকে। পশ্চিমবঙ্গে এই চার বছরের স্নাতক কোর্স চালু হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে এ বিষয়ে স্পষ্ট জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হবে চার বছরের স্নাতক কোর্স।
আর এবার চার বছরের স্নাতক কোর্স প্রসঙ্গে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘রাজ্যে চার বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে। স্নাতকোত্তর করা যাবে এক বছরেই। জাতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়েন তার জন্যই এহেন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য’। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, স্নাতক স্তরে ভর্তি হতে চলেছে প্রায় সাত লক্ষ পড়ুয়া। ভবিষ্যতে তাঁরা সর্বভারতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাকরির খবরঃ কল্যাণী এইমসে ইন্টারভিউর মাধ্যমে স্টাফ নিয়োগ
চার বছরের স্নাতক কোর্সে পড়ুয়ারা সরাসরি গবেষণায় অংশগ্রহণ করতে পারবেন। রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে এই নিয়ম কার্যকর হবে। নিয়ম লাগু হতে চলেছে চলতি শিক্ষাবর্ষ থেকেই। এর আগে যাদবপুর-সহ রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয় নিজেদের মতো করে চার বছরের স্নাতক ডিগ্রি নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। তবে এবার শিক্ষা দফতরের তরফে নির্দেশ আসায় এ বিষয়ে যাবতীয় জল্পনা কাটল বলেই মনে করা হচ্ছে।