সিবিএসই (CBSE) ও আইসিএসই (ICSE) বোর্ডের সিলেবাসের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিকের সিলেবাস পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে অনেকদিন ধরেই। যে কোনো সর্বভারতীয় পরীক্ষায় পশ্চিমবঙ্গ বোর্ডের পড়ুয়ারা যাতে ভাল ফল করতে পারে তার জন্য এই ইচ্ছে প্রকাশ করেছে শিক্ষা দফতর। খুব সম্ভবত এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক সিলেবাস এবার বদলাতে চলেছে রাজ্য। তবে সিলেবাসে কী ধরণের পরিবর্তন আসবে ও কবে থেকে তা কার্যকর হবে তা এখনও জানায়নি শিক্ষা দফতর। বৃহস্পতিবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের অনুষ্ঠানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সংশ্লিষ্ট বিষয়ে মতামত জানাতে পারেন তিনি।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে চালু চার বছরের স্নাতক কোর্স
প্রসঙ্গত, এ বছর মাধ্যমিকের পড়ুয়া সংখ্যা অন্য বারের তুলনায় কম ছিল। পড়ুয়া হ্রাস পাওয়ায় হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বক্তব্য ছিল সম্ভবত অন্য বোর্ডের সিলেবাসের আকর্ষণে মধ্যশিক্ষা পর্ষদের থেকে মুখ ফেরাচ্ছেন পড়ুয়ারা। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গ বোর্ডের পড়ুয়ারা যথেষ্ট মেধাবী। তাই যে কোন বড় পরীক্ষায় সাফল্য আনার জন্য মাধ্যমিকের সিলেবাস সংস্কার করা অত্যন্ত জরুরী। সংশ্লিষ্ট বিষয়ে এতদিন ভাবনাচিন্তা হলেও স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি রাজ্য। সূত্রের খবর, এবার সে বিষয়ে কিছু সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে পারে।
আরও পড়ুনঃ বাড়ল গরমের ছুটির মেয়াদ