সদ্য প্রকাশ পেয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা (২০২২) এর ফলাফল। সর্বভারতীয় এই পরীক্ষায় সফল হয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন অশোকনগরের বাসিন্দা দিয়া দত্ত। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় (UPSC CSE) ৭৮২ র্যাঙ্ক করেছেন তিনি। মেয়ের সাফল্যে আনন্দের জোয়ার দিয়ার পরিবারে।
অশোকনগরের কল্যাণগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিয়া দত্ত। বরাবরই মেধাবী ছাত্রী তিনি। মাধ্যমিকে এলাকার মধ্যে সর্বোচ্চ নম্বর ও উচ্চমাধ্যমিকে জেলায় সেরা হয়েছিলেন দিয়া। জীবনের লক্ষ্য নির্বাচনের সময় তিনি ঠিক করেন ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষায় বসবেন। সেই অনুযায়ী চলে পঠনপাঠন। সিভিল সার্ভিস পরীক্ষায় সফলতা আনাই ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য। পরিবারের সদস্যরা জানান, কার্যত ঘরের দরজা বন্ধ করে একটানা পড়াশোনা করতেন দিয়া। এই অধ্যাবসায়ের ফল হাতেনাতে মিলল। ইউপিএসসি পরীক্ষায় এল সফলতা। আগামী দিনে মেয়েদের উন্নতিতে কাজ করা-সহ একাধিক পরিকল্পনা রয়েছে দিয়ার।
আরও পড়ুনঃ রাজ্যে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু কবে থেকে?
দিয়ার সাফল্যে অত্যন্ত খুশি তাঁর মা সঙ্ঘমিত্রা দত্ত। উত্তর চব্বিশ পরগনার সফল দুজন পরীক্ষার্থীর মধ্যে মেয়ের নাম থাকায় খুশি দিয়ার বাবা। যদিও নিজের র্যাঙ্ক নিয়ে কিছুটা অসন্তুষ্ট দিয়া নিজে। তাঁর কথায়, আরও একটু ভালো ফলাফলের আশা করেছিলেন তিনি। ফলপ্রকাশ হতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌছেছে দিয়ার কাছে। আগামী দিনে যাবতীয় দায়িত্ব পালনের কথা দিয়েছেন বঙ্গকন্যা দিয়া।