পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। প্রায় ১২ হাজার শূন্যপদে ‘গ্রুপ ডি’ কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য। সম্প্রতি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, প্রচুর শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগের চিন্তাভাবনা চলছে। ধারণা করা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই রাজ্যের সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে।
এর আগে নবান্ন সূত্রে খবর মিলেছিল, রাজ্য জুড়ে কয়েক হাজার ‘গ্রুপ ডি’ কর্মী নিয়োগ করা হবে। নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন এই নিয়োগ প্রক্রিয়া চালাবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন ‘গ্রুপ ডি’ পদে শূন্যপদের সংখ্যা প্রায় বারো হাজার। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে, বিভিন্ন সরকারি পদ মিলিয়ে প্রায় ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হবে। এর মধ্যে প্রাথমিকে ১১ হাজার শিক্ষক, উচ্চ প্রাথমিকে ১৪,৫০০ শিক্ষক, ৯৪৯৩ পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পাবেন। স্কুল ও কলেজ ছাড়া বিশ্ববিদ্যালয়েও নিয়োগ কর্মসূচি শুরু করবে রাজ্য। এছাড়া ৭ হাজার নার্স, ২ হাজার চিকিৎসক ও পুলিশের বিভিন্ন পদে প্রায় ২০ হাজার কর্মীকে চাকরি দেওয়া হবে।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিত D.El.Ed ভর্তি প্রক্রিয়া
প্রসঙ্গত, চাকরির দাবিতে অগ্নিগর্ভ পরিস্থিতি পশ্চিমবঙ্গে। বিক্ষোভ, আন্দোলনে জর্জরিত রাজ্য। এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর চাকরি সংক্রান্ত ঘোষণায় কিছুটা আশার আলো দেখছেন প্রার্থীরা। বিশেষজ্ঞদের দাবি, যদি সঠিক পথে এই নিয়োগ কর্মসূচি চলে তবে প্রচুর সংখ্যক চাকরিপ্রার্থীর কর্মসংস্থানের সুরাহা হবে।