কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন (CHSL) 2023 পরীক্ষার আবেদন নেওয়া শুরু করেছে স্টাফ সিলেকশন কমিশন (SSC)। আগামী ৮ জুন ২০২৩ পর্যন্ত চলবে আবেদন গ্রহণ। এর মধ্যে কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যে সকল প্রার্থী এ বছরের সিএইচএসএল (CHSL) পরীক্ষার অংশগ্রহণে ইচ্ছুক তাঁরা শেষ দিনের অপেক্ষা না করে অতি শীঘ্রই নিজেদের অ্যাপ্লিকেশন সাবমিট করবেন।
SSC CHSL 2023 পরীক্ষার আবেদন জানাবেন কিভাবে?
১) পরীক্ষার্থীদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ যেতে হবে।
২) এরপর ‘Apply’ তে ক্লিক করে ‘CHSL 2023’ পরীক্ষায় ক্লিক করতে হবে।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে জেলা আবাসনে কর্মী নিয়োগ
৩) এরপর লগ ইন করতে হবে ও সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
৪) প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।
প্রসঙ্গত, CHSL টায়ার 1 পরীক্ষাটি আয়োজিত হবে অগাস্ট মাসে। আগামী ১৪ জুন অ্যাপ্লিকেশন এডিটের উইন্ডো ওপেন করবে কমিশন। যোগ্য প্রার্থীদের ১৬০০ শূন্যপদে নিয়োগ করা হবে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।