কারেন্ট অ্যাফেয়ার্স ২০ এপ্রিল, ২০২০ Daily Current Affairs in Bengali (20 April, 2020):
১) “Aarogya Setu”- বিশ্বের দ্রুততম ডাউনলোড অ্যাপ্লিকেশন। মাত্র ১৩ দিনে ৫০ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছেন।
২) করোনা মোকাবিলায় ভারতীয়দের “আশা ও শক্তি” দেওয়ার জন্য সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার ম্যাটারহর্ন শৃঙ্গের গায়ে আলোকের মাধ্যমে ভারতের জাতীয় তেরঙা পতাকার প্রতিচ্ছবি তুলে ধরা হলো।
৩) ২০২৪ সালে বার্সেলোনায় Mobile World Congress অনুষ্ঠিত হবে।
৪) “CricKingdom”- এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন রোহিত শর্মা।
৫) “World Voice Day”- ১৬ এপ্রিল। ৬) রাজস্থানে প্রথম করোনাভাইরাস Rapid Test শুরু হলো।
৭) পি. ভি. সিন্ধুর জীবনী- “Shuttling to the Top: The Story of P V Sindhu”, ডিজিটাল এই বইটি লিখেছেন Krishnaswamy V.
৮) The Gartner 2019 Digital Workplace Survey অনুযায়ী, ভারত বিশ্বের সবচেয়ে ডিজিটালি দক্ষ দেশ হিসেবে পরিগণিত হলো।
৯) স্পোর্টিং মোটরসাইকেল ব্র্যান্ড “Norton”- কে ১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনে নিল TVS.
১০) লকডাউনে অনলাইনে পড়াশোনা করার জন্য রাজস্থান সরকার “SMILE”- নামক অনলাইন প্লাটফর্ম লঞ্চ করলো।