ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোটেও সহজ কথা নয়। অনেক কাঠখড় পুড়িয়ে তবেই মেলে সাফল্য। এই সফলতার পথ অত্যন্ত কঠিন। অনেক কিছু না পাওয়া, ছেড়ে আসা ও হার পেরিয়ে সফলতার হদিশ মেলে। তেমনই এক অনুপ্রেরণা জোগানো জার্নি শোনালেন হরিয়ানায় কিশোর সুনীল ফোগত। কঠিন পরিশ্রমের পথ পেরিয়ে ইউপিএসসি তে ৭৭ তম র্যাঙ্ক অর্জন করেছেন তিনি। পরিবারের পাশাপাশি রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন সুনীল। লক্ষাধিক টাকার চাকরি ছেড়ে UPSC প্রস্তুতি! প্রথম দুবার ফেলের পরেও বাজিমাত সুনীলের।
হরিয়ানার এক গ্রামের ছেলে সুনীল ফোগত। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন আইএএস (IAS) অফিসার হবেন। আর এই লক্ষ্যে পৌছতে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেন তিনি। একসময় সেনাবাহিনীর চাকরি ও লক্ষাধিক টাকার প্যাকেজ ছেড়ে ইউপিএসসির প্রস্তুতি শুরু করেন। প্রথমবার ইউপিএসসি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। দ্বিতীয়বার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ইন্টারভিউ রাউন্ডের দোড়গোড়া থেকেই ফিরে আসতে হয়েছিল তাঁকে। কিন্তু সেই ব্যর্থতায় দমে যাননি সুনীল। ফের শুরু হয় পরীক্ষা প্রস্তুতি। দুরত্ব বাড়ে সোশ্যাল মিডিয়া থেকে। প্রস্তুতি শেষে তৃতীয়বার ইউপিএসসি পরীক্ষায় বসেন হরিয়ানার কিশোর। আর সেইবারেই বাজিমাত করলেন তিনি।
আরও পড়ুনঃ সংসার সামলে IAS অফিসার বি চন্দ্রকলা
সুনীল জানিয়েছেন, তাঁর দাদা সবসময় পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁকে। নিজের সফলতায় অত্যন্ত খুশি তিনি ও তাঁর পরিবার। ফলপ্রকাশের পর নিজের গ্রামে ফিরেছিলেন সুনীল। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন সংস্থা, সংগঠন ও স্থানীয় বাসিন্দারা সংবর্ধনা দেন তাঁকে। সুনীলের সুন্দর ভবিষ্যতের আশীর্বাদ করেন গ্রামবাসীরা।