কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ এপ্রিল, ২০২০ April month Daily Current Affairs in Bengali:
১) “World Haemophilia Day”- ১৭ এপ্রিল। এবছরের থিম ছিল- “Get+involved”.
২) BSNL কোম্পানি SBI- এর সাথে পার্টনারশিপে “Bharat InstaPay” নামক UPI পেমেন্ট প্ল্যাটফর্ম লঞ্চ করলো।
৩) গোয়া রাজ্যে দেশের প্রথম Covid- 19 রোগীদের আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে ইমিউনিটি বৃদ্ধি করা শুরু হয়েছে।
৪) প্রতিবছর “World Art Day”- পালিত হয় ১৫ এপ্রিল। ৫) CARE Ratings- এর MD এবং CEO হিসেবে নিযুক্ত হলেন অজয় মহাজন।
৬) PayTm General Insurance Ltd.- এর MD & CEO হিসেবে নিযুক্ত হলেন Vineet Arora.
৭) e-comic Text books লঞ্চ করল মনিপুর রাজ্য সরকার।
৮) PokerStars India- র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মহেন্দ্র সিং ধোনি।