পশ্চিমবঙ্গ পুলিশের একটি গুরুত্বপূর্ণ পদের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। কিছুদিন আগেই বিস্তারিত নোটিশ দিয়ে পরীক্ষার বিষয়ে জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৮ জুন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। আজ সেই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (https://prb.wb.gov.in) এবং (www.wbpolice.gov.in) থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
পশ্চিমবঙ্গ পুলিশের ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড প্রকাশ পেয়েছে। কনস্টেবল পদ থেকে অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর (ASI) /লেডি অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর আন আর্মড (LASI UB) ও অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর আর্মড (ASI AB) পদের প্রমোশন টেস্টের আয়োজন করেছে বোর্ড। প্রতিটি নিয়ম মেনে পরীক্ষার্থীদের এই পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা আয়োজিত হবে আগামী ১৮ জুন (রবিবার)। পরীক্ষার অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন তা জানানো হল এই প্রতিবেদনে।
চাকরির খবরঃ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?
১) প্রথমে (www.wbpolice.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর ‘Departmental Examination of Constables in West Bengal Police for Promotion to the rank of ASI/LASI (UB) and ASI (AB) 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার ‘Download e-Admit Cards’- এর লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) এরপর ‘Click here to download Admit Card for Promotion to the rank of ASI (AB) ASI/LASI (UB) in West Bengal Police-2023’ এ ক্লিক করতে হবে।
চাকরির খবরঃ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ
৫) প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৬) স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন। এটি ডাউনলোড করে নেবেন পরীক্ষার্থীরা।
আগামী ১৮ জুন (রবিবার) পরীক্ষার প্রথম পর্ব শুরু হবে বেলা ১১ টা থেকে চলবে ১২:৩০ পর্যন্ত। দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে বেলা ২:৪৫ থেকে চলবে বিকেল ৪ টে পর্যন্ত। সংক্ষিপ্ত (MCQ) ও বর্ণনামুলক প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন প্রার্থীরা।