চাকরির খবর

সারা দেশে জুনিয়ার স্টাফ নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক! মাসিক বেতন ৩০ হাজার টাকা

Advertisement

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একাধিক রাজ্যের বিভিন্ন ব্রাঞ্চে জুনিয়ার স্টাফ নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. –

পদের নাম – Junior Engineer (Civil/ Electrical)
মোট শূন্যপদ – ৩৫ টি। (GEN/UR – ১৮ টি, SC – ৫ টি, ST – ৫ টি, OBC – ৬ টি, EWS – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা – ভারতের যেকোনো স্বীকৃত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৬৫% (তপশীলি জাতিভুক্ত প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫৫%) অথবা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম ৫৫% (তপশীলি জাতিভুক্ত প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৪৫%) নাম্বার সহ Civil Engineering অথবা Electrical Engineering বিষয়ে 3 years Diploma কোর্স সম্পূর্ণ করা চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৩৩,৯০০ টাকা।

চাকরির খবরঃ ছাপাখানায় সুপারভাইজার নিয়োগ

বয়সসীমা – আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। SC/ ST প্রার্থীদের ৫ বছর, OBC প্রার্থীদের ৩ বছর, PwBD প্রার্থীদের ১০ বছর (SC/ ST এবং OBC নিয়ম উপলব্ধ) বয়সের ছাড় উপলব্ধ আছে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ibpsonline.ibps.in এ ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে নিজেদের রেজিস্ট্রেশান সম্পন্ন করে ওয়েবফর্মের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি বৈধ ইমেইল আইডি থাকা আবশ্যক।

আবেদন ফি – SC/ ST/ PwBD/ ExS প্রার্থীদের ৫০/- টাকা + ১৮% GST এবং OBC/ General/ EWS প্রার্থীদের ৪৫০/- টাকা + ১৮% GST হিসেবে এককালীন আবেদন ফি প্রদান করতে হবে। Debit Cards, Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets -এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

চাকরির খবরঃ কলকাতা সাহা ইনস্টিটিউটে স্টাফ নিয়োগ

নিয়োগ পদ্ধতি – লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

জুনিয়ার স্টাফ নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক

আবেদনের শেষ তারিখ – ৩০ জুন, ২০২৩।
লিখিত পরীক্ষার তারিখ – ১৫ জুলাই, ২০২৩।

জুনিয়ার স্টাফ নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles