এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)। কমিশনের তরফে জানানো হয়েছে, মেডিক্যাল স্নাতকে ভর্তি হওয়া পড়ুয়াদের স্নাতকের পড়াশোনা কমপ্লিট করতে হবে ঠিক নয় বছরের মধ্যে। যে সকল ছাত্রছাত্রী এমবিবিএস কোর্স করতে চান তাঁদের অবশ্যই ভর্তির তারিখ থেকে নয় বছরের মধ্যে নিতে হবে স্নাতকের ডিগ্রী।
কিছুদিন আগেই কমিশনের তরফে প্রকাশ পেয়েছে গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন রেগুলেশন ২০২৩ বা জিএমইআর-২৩। সেখানে বলা হয়েছে, এমবিবিএস কোর্সের প্রথম বছরে কোনো পড়ুয়া চার বারের বেশি পরীক্ষা দিতে পারবে না। যে তারিখে কোর্সে ভর্তি হবেন তার প্রেক্ষিতে নয় বছরের মাথায় স্নাতক সম্পূর্ণ করতে হবে তাঁদের। তার বেশি হলে স্নাতক স্তরের এমবিবিএস ডিগ্রী মিলবে না।
আরও পড়ুনঃ মাঝ পথে পড়া ছাড়লেও পাবেন ডিগ্রী সার্টিফিকেট
প্রসঙ্গত, গত ৭ মে আয়োজিত হয়েছিল নিট ইউজি পরীক্ষা। আর এবার প্রকাশ পেয়েছে তার ফলাফল। (neet.nta.nic.in) ওয়েবসাইট মারফত সরাসরি নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। প্রকাশ করা হবে কাট অফ মার্কস, টপারদের নামও। ফলপ্রকাশের পরপরেই শুরু হবে কাউন্সিলিং প্রক্রিয়া।