পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যে কম বেতনের চাকরির জামানায় ভারতীয় পোস্টাল পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) সুযোগ দিচ্ছে মোটা বেতনের চাকরির। ইন্ডিয়া পোস্টাল পেমেন্টস ব্যাঙ্ক বা IPPB -এর তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত রইলো আজকের এই প্রতিবেদনে।
Employment No. – IPPB/CO/HR/RECT./2023-24/01
পদের নাম- Executive (Associate Consultant – IT)
মোট শূন্যপদ- ৩০ টি। (UR – ১৩ টি, EWS – ৩ টি, OBC – ৮ টি, SC – ৪ টি, ST – ২ টি।)
শিক্ষাগত যোগ্যতা- B.Tech/ B.E in Computer Science/ Information Technology অথবা Masters of Computer Application (MCA) বিষয়ে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর চাকরি প্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
বেতন কাঠামো- বার্ষিক ১০,০০,০০০ টাকা।
বয়সসীমা- উক্ত পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ২৪ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে চাকরির খবর
পদের নাম- Executive (Consultant – IT)
মোট শূন্যপদ- ১০ টি। (UR – ৬ টি, EWS – ১ টি, OBC – ২ টি, SC – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- B.Tech/ B.E in Computer Science/ Information Technology অথবা Masters of Computer Application (MCA) বিষয়ে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর চাকরি প্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
বেতন কাঠামো- বার্ষিক ১৫,০০,০০০ টাকা।
বয়সসীমা- উক্ত পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
চাকরির খবরঃ রাজ্যের দুগ্ধ উৎপাদন সমিতিতে কর্মী নিয়োগ
পদের নাম- executive (Senior Consultant – IT)
মোট শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- B.Tech/ B.E in Computer Science/ Information Technology অথবা Masters of Computer Application (MCA) বিষয়ে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর চাকরি প্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
বেতন কাঠামো- বার্ষিক ২৫,০০,০০০ টাকা।
বয়সসীমা- উক্ত পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ৩৫ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে।
আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর বিগত বছরের প্রশ্ন উত্তর
আবেদন পদ্ধতি- আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অনলাইন মাধ্যমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে ওয়েবফর্মের মাধ্যমে নিজেদের আবেদন জমা করতে হবে চাকরিপ্রার্থীদের। ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদনের লিংক এই প্রতিবেদনের নিচে দেওয়া হল। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা আবশ্যক।
আবেদন ফি- ST/ SC/ PWD প্রার্থীদের এককালীন ১৫০/- টাকা এবং অন্যান্য প্রার্থীদের এককালীন ৭৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি- সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ- ৩ জুলাই, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Apply Now