বিশ্বে প্রতি বছর দূরন্ত গতিতে বাড়ছে জনসংখ্যা এবং সেইসঙ্গে বেড়ে চলেছে অধিক জনসংখ্যাজনিত নানা সমস্যা। আর তাই ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের (IGNOU) স্কুল অফ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (SOEDS) চালু করছে জনসংখ্যা এবং পারিবারিক স্বাস্থ্যের উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পপুলেশন অ্যান্ড ফ্যামিলি হেলথ স্টাডিজ’ নামে কোর্সটি করানো হবে অনলাইন এবং ডিসট্যান্স লার্নিং মাধ্যমে। ফলত বাড়ি থেকেই করা যাবে এই ডিপ্লোমা কোর্স। ১ বছর সময়সীমার এই কোর্সটি পুরোটাই করানো হবে ইংরেজি মাধ্যমে। কোর্স ফি হিসেবে নেওয়া হবে ৫৮০০ টাকা। এবছর কোর্সটিতে মোট আসন সংখ্যা রয়েছে প্রায় ৫০০ ‘র কাছাকাছি।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস পরিবর্তন
জুলাই মাসে কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আবেদন জানাতে হবে আগামী ৩০ জুনের মধ্যে। আবেদনকারীকে অবশ্যই যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।