যাদবপুর বিশ্ববিদ্যালয় দিচ্ছে শিক্ষানবিশির সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে বিশ্ববিদ্যলয়ের রসায়ন বিভাগের একটি বিশেষ প্রকল্পের জন্য নিয়োগ করা হবে একজন ইন্টার্নকে SERB-DST র অধীনে যাদবপুর বিশ্ববিদ্যালের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. অসমঞ্জয় ভুঁইয়ার তত্ত্বাবধানে চলছে এই বিশেষ প্রজেক্টের কাজ। প্রকল্পটির সম্পূর্ণ নাম- “Development of Microporous Material as Heterogeneous Catalyst for Photocatalytic & Electroanalytic Conversion of CO₂”
আরও পড়ুনঃ হেলথ স্টাডিজ বিষয়ে ডিপ্লোমা কোর্সের সুযোগ
আবেদনের শর্তাবলী:
১. আবেদনকারীকে স্নাতকোত্তরে রসায়ন নিয়ে পড়াশোনা করতে হবে।
২. পাশাপাশি স্নাতক বা স্নাতকোত্তরে তাঁদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
৩. সিন্থেটিক অর্গানিক বা ইনঅর্গানিক কেমিস্ট্রি বিষয়ে জ্ঞান থাকা দরকার।
চাকরির খবরঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ
মাসে ৫ হাজার টাকা বৃত্তি হিসেবে দুই মাসের জন্য এই প্রকল্পে কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীকে। এই পদে আবেদন জানাতে প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠাতে হবে আগামী ২৯ জুনের মধ্যে। এবিষয়ে বিস্তারিত জেনে নিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে পারেন আগ্রহীরা।
Official Notice: Download Now