প্রতি বছর মধ্যশিক্ষা পর্ষদ ঠিক করে দেয় গোটা বছরে কোন কোন দিন স্কুল ছুটি থাকবে। সেইমতো মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশ করা হয় রাজ্যের স্কুলগুলির ছুটির তালিকা। এই ক্যালেন্ডার মেনে ছুটি দেওয়া হয় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। পাশাপাশি থাকে, সরকারের নতুন কোনো সিদ্ধান্ত অনুসারে ছুটি বা আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে ছুটি। যেমন, কিছুদিন আগেই অত্যাধিক গরমের কারণে একটানা ছুটি পেয়েছেন রাজ্যের পড়ুয়ারা।
ছুটি পেতে কার না ভালো লাগে? ছাত্রছাত্রীদের জন্য বিশেষ আকর্ষণীয় এই ছুটির দিনগুলি। এখন চলছে জুন মাস। জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ঠিক কোন কোন দিন স্কুল ছুটি থাকছে, পুজোর ছুটিই বা কদিন, এই সকল বিষয়ে বিস্তারিত জানানো হল আজকের প্রতিবেদনে।
আরও পড়ুনঃ ছুটি নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দোপাধ্যায়
একনজরে দেখে নিন কোন কোন দিন থাকছে ছুটি
- ২৯ জুন (বৃহস্পতিবার)- বকরি ঈদের ছুটি
- ২৯ জুলাই (শনিবার)- মহরমের ছুটি
- ১৫ অগাস্ট (মঙ্গলবার)- স্বাধীনতা দিবস (স্কুলে পালন করতে হবে)
- ৩০ অগাস্ট (বুধবার)- রাখী পূর্ণিমার ছুটি
- ৬ সেপ্টেম্বর (বুধবার)- জন্মাষ্টমীর ছুটি
- ২৯ সেপ্টেম্বর (শুক্রবার)- ফতোয়া-দোয়াজ-দাহামের ছুটি
- ২ অক্টোবর (সোমবার)- গান্ধী জয়ন্তীর ছুটি
- ১৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর (চতুর্থী থেকে ভাইফোঁটা) পর্যন্ত পুজোর ছুটি।
- ১৫ নভেম্বর (বুধবার)- বিরসা মুন্ডার জন্মদিবস (যা পুজোর ছুটির মধ্যে অন্তর্ভুক্ত থাকছে)
- ১৯ নভেম্বর (রবিবার)- ছটপুজো
- ২০ নভেম্বর (সোমবার)- ছটপুজোর ছুটি (ছট পুজো রবিবার পড়ায় অতিরিক্ত একদিনের ছুটি দেবে সরকার)।
- ২৭ নভেম্বর (সোমবার)- গুরু নানকের জন্মজয়ন্তীর ছুটি।
- ২৫ ডিসেম্বর (সোমবার)- বড়দিনের ছুটি।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস পরিবর্তন
এছাড়াও, আগামী ৩০ জুন ছুটি থাকবে আদিবাসী সম্প্রদায়ের ‘হুল দিবস’ উপলক্ষে। আর ১৩ জুলাই বৃহস্পতিবার কবি ভানুভক্তের জন্মদিবস উপলক্ষে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার স্কুলগুলি বন্ধ থাকবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রয়োজনে এই ছুটির তালিকা পরিবর্তিত হতে পারে। নতুন কোনো ছুটির সংযোজনও হতে পারে। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।