শিক্ষার খবর

৪ বছরের গ্র্যাজুয়েশন কোর্স বিশেষ সুবিধা! কলেজ পড়ুয়ারা হলে বিস্তারিত জেনে নিন

Advertisement

রাজ্যে চালু হতে চলেছে চার বছরের স্নাতক কোর্স প্রোগ্রাম। নয়া স্নাতক কোর্সের অন্যান্য সুবিধাগুলির মধ্যে একটি হল মাল্টিপল এন্ট্রি ও এক্সিট সুবিধা। অর্থাৎ চাইলে গ্র্যাজুয়েশন কোর্সের মাঝপথে বেরিয়ে আসতে পারবেন পড়ুয়ারা। আর পড়ুয়াদের যোগ্যতা অনুসারে সার্টিফিকেট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি, চার বছরের স্নাতক কোর্স সম্পূর্ণ করলে গবেষণায় সুযোগ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। তবে, এই এক্সিট অপশন রাখা নিয়ে মত পার্থক্য সৃষ্টি হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরিকাঠামোজনিত কারণে এখনই এক্সিট অপশন থাকছে না এমনটাই জানিয়েছিল যাদবপুর। আবার প্রেসিডেন্সি, সেন্ট জেভিয়ার্স, কল্যাণী বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, তাঁরা এক্সিট অপশন রাখছে ঠিকই তবে কর্তৃপক্ষরা চান চার বছরের গ্র্যাজুয়েশন কোর্সেই পড়াশোনা করুক পড়ুয়ারা। এমতাবস্থায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মিটিং ডেকে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হল, চার বছরের স্নাতক স্তরে একবার নয় বরং একাধিকবার ‘এক্সিট’ অপশন রাখছে CU। বিভিন্ন স্তরে গিয়ে সংশ্লিষ্ট কোর্স ছাড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। চার বছরের মধ্যে মোট তিন বার রাখা হচ্ছে ‘এক্সিট’ অপশন। প্রথম বর্ষের (দ্বিতীয় সেমিস্টার), দ্বিতীয় বর্ষের (চতুর্থ সেমিস্টার) এবং তৃতীয় বর্ষের (ষষ্ঠ সেমিস্টার) শেষে কোর্স ছাড়ার সুযোগ পাচ্ছেন পড়ুয়ারা।

আরও পড়ুনঃ
মাধ্যমিক পাশে হাবিলদার নিয়োগ চলছে
ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণ

সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, যদি কোনো শিক্ষার্থী কোর্সে ভর্তির নির্দিষ্ট সময় পর তা ছাড়তে চান তবে সেই সুযোগ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তাঁকে অন্য কোনো কোর্স বা বিষয় নিয়ে ভর্তি হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের সাত বছরের মধ্যে সব সেমিস্টারে উত্তীর্ণ হতে হবে। সেই অনুযায়ী সার্টিফিকেট পাবেন তিনি। প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এহেন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞেরা। তাঁদের কথায়, এর ফলে স্বাধীনভাবে পড়াশোনা করার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা।

চার বছরের স্নাতক কোর্সে এই বিশেষ সুবিধা

Related Articles