ঘুরতে যেতে আমরা কে না ভালোবাসি। রোজকার ব্যস্ত রুটিনে ক্লান্ত মানুষ ক্ষণিকের বিরতি খুঁজতে বেড়িয়ে পড়েন গন্তব্যে। আজকাল ভ্রমণকে কেন্দ্র করে গড়ে উঠছে নানান ট্যুরিজম প্রজেক্ট। দেশ, বিদেশের ট্যুরিস্টদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, রেস্টুরেন্ট, হোম স্টে। জায়গাগুলির সুলুক সন্ধান দিতে হাজির গাইডরা। প্রতি বছর জাতীয় আয়ের একটা বড় অংশ আসে ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে। ফলে দেশ ও রাজ্যের সরকার এখন ট্যুরিজম নিয়ে যথেষ্ট সচেতন। দিন দিন বাড়ছে ভ্রমণ নিয়ে পড়াশোনার চাহিদা। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানের সুযোগ। সেই ‘ট্যুরিজম ও ট্রাভেলের’ উপর এবার বিশেষ কোর্সে ভর্তি নিচ্ছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি-সহ বিস্তারিত তথ্যগুলি জানানো হল এই প্রতিবেদনে।
রিষড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের বোস হাউজ ক্যাম্পাসের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিভাগ বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের একটি কেন্দ্র। এই বিভাগের তরফে ‘ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের’ উপর এক বছরের অফলাইন ডিপ্লোমা কোর্সের আয়োজন করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠান। কোর্সের ক্লাস হবে মোট ১২০ ঘন্টার। পাশাপাশি থাকছে ফিল্ড স্টাডি ও ৭ থেকে ১০ দিনের ইন্টার্নশিপের সুবিধা। মোট কোর্স ফি ২০ হাজার টাকা। যার মধ্যে ১২ হাজার এবং ৮ হাজার এই দুই ইন্সটলমেন্টে টাকা দেওয়া যাবে। কোর্স শেষে যোগ্য প্রার্থীদের জন্য থাকছে চাকরির সুযোগ।
আরও পড়ুনঃ জেলা আদালতে এইট পাশে গ্রূপ- ডি কর্মী নিয়োগ
আবেদন যোগ্যতা- কেবলমাত্র পুরুষ প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোর্সের আসনসংখ্যা সীমিত। ভর্তি নেওয়া হবে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ পদ্ধতি মেনে।
আরও পড়ুনঃ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে সরকারি স্কলারশিপ
আবেদনের সময়সীমা- আগ্রহী প্রার্থীরা সরাসরি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে কোর্সে ভর্তির আবেদন জানাতে পারবেন। সঠিক ভাবে আবেদনপত্রটি ফিল-আপ করে জমা দিতে হবে। সঙ্গে আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস। আবেদন জানানো যাবে আগামী ৩ অগাস্ট পর্যন্ত। কোর্সের প্রথম ক্লাস আগামী ৫ অগাস্ট দুপুর ৩:১৫ থেকে। ক্লাস হবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে। প্রতি শনিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ক্লাস। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন।