অন্যান্য খবর

Primary TET -এর OMR শিটে বদলে গেল নম্বর! বড় নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Advertisement

হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবসময়ই চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, চাকরিপ্রার্থীদের প্রাপ্য সুযোগ দেওয়া উচিত। তাই বারংবার বিচারপতির রায় এসেছে পরীক্ষার্থীদের দিকে। সম্প্রতি আরও একবার একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি। খাতায় কলমে ‘ফেল’ করা এক পরীক্ষার্থীকে উত্তীর্ণ বলে ঘোষণা করল হাইকোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ,পরীক্ষার্থীকে ইন্টারভিউর সুযোগ দিতে হবে।

ঘটনাটি আসলে কী? সূত্রের খবর, বৃহস্পতিবার টেট সম্পর্কিত একটি মামলার শুনানি ছিল আদালতে। পরীক্ষার্থীর নাম মহুয়া খাতুন। তাঁর বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায়। পরীক্ষার্থী জানান, ২০১৬ সালে টেট পরীক্ষায় বসেন তিনি। টেটে পাশ করতে হলে লাগে ৮৩ নম্বর। প্রথমবার টেটের ফল ঘোষণার সময় বোর্ডের তরফে জানানো হয় ওই পরীক্ষার্থী টেটে উত্তীর্ণ হয়েছেন। ঘটনাক্রমে ওএমআর শিট নষ্ট করার অভিযোগ ওঠে। শুরু হয় ওএমআর শিট ডিজিটাইজড করার প্রক্রিয়া। ডিজিটাইজড ওএমআর শিট থেকে পরীক্ষার্থী জানতে পারেন, টেট পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৬৮! অর্থাৎ পাশ নয় বরং ফেল করেছেন তিনি। গোটা ঘটনাটি তুলে ধরে বিচারপতি বলেন, প্রথমে জানানো হল পরীক্ষার্থী পাশ করেছেন। তারপরই কিভাবে ডিজিটাইজড ওএমআর শিটে কিভাবে তাঁর নম্বর বদলে গেল! আর এই কথা মানবেনই বা কেন কোনোও পরীক্ষার্থী।

WB Primary TET 2023 Important Link
WB TET Syllabus 2023Click Here
WB TET Question Paper 2017/ 2021Click Here
WB TET Question Paper 2022Click Here
WB TET Official Answer Key 2022Click Here
ExamBangla Home Job NewsClick Here

এরপরই বিচারপতির বক্তব্য, ওএমআর শিট নষ্টের দায় পর্ষদের। ডিজিটাইজড ওএমআর শিটে যে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে তাও সন্দেহজনক। অতএব বেনিফিট অফ ডাউটে বোর্ডের যুক্তি খারিজ হয়ে যাচ্ছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে নির্দেশ দেন, মহুয়া খাতুন নামক ওই পরীক্ষার্থীকে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ দিতে হবে।

আরও পড়ুনঃ হাইকোর্টে স্থগিত প্রাইমারি টেট নিয়োগ প্রক্রিয়া

TET Scam

Related Articles