বিগত কয়েক বছর ধরে শিক্ষা দফতর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাবের জন্য ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে । ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় বিশেষ সহায়তার জন্য এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সাধারণত উচ্চ মাধ্যমিকের টেস্টের কিছুদিন আগে এই টাকা দেওয়া হয় পরীক্ষার্থীদের। তবে শিক্ষামহলের একাংশের অভিযোগ ট্যাবের টাকা এমন সময়ে দেওয়া হয়, তা পরীক্ষা-প্রস্তুতির কোনও কাজেই লাগে না। তাই অনেকক্ষেত্রেই ছাত্রছাত্রীরা পরীক্ষা প্রস্তুতিতে খুব একটা লাভবান হচ্ছে না।
চলতি বছরে প্রায় দেড় মাস গরমের ছুটি চলেছে। ফলত ছাত্র-ছাত্রীরা পরীক্ষা প্রস্তুতিতে অনেকটাই পিছিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে পুজোর ছুটির আগে হাতে মাত্র চার মাস রয়েছে। শিক্ষকদের বক্তব্য, এই পরিস্থিতিতে সিলেবাস সঠিক সময়ে শেষ করা খুবই কঠিন। ফলত তারা দাবি করছে যত তাড়াতাড়ি শিক্ষার্থীরা ট্যাবের টাকা পাবে, ততই ভালো।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রুটিন ডাউনলোড করুন
এরসঙ্গে আছে বাড়তি চাপ,আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা একমাস এগিয়ে আনা হয়েছে। ২০২৪ এর উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। শিক্ষক মহলের পাশাপাশি শিক্ষার্থীদেরও যুক্তি, পরীক্ষা এগিয়ে আসার জন্য যথাসম্ভব আগাম প্রস্তুতিও প্রয়োজন। গত বার সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ট্যাব কেনার জন্য অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এবার দাবি করা হচ্ছে অন্ততপক্ষে টেস্টের দুমাস আগেই দেওয়া হোক ট্যাবের টাকা। এর পাশাপশি টাকার বদলে সরাসরি ট্যাব কিনে দেওয়ার দাবিও জানাচ্ছেন অনেকে। এর আগেও নকল রসিদ দেখিয়ে ট্যাবের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ মাধ্যমিকের মেধাতালিকায় বিরাট পরিবর্তন
পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন, ‘‘শিক্ষা দফতর সরাসরি ট্যাব কিনে পড়ুয়াদের দিক। এবং সেটা যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভাল।’’