অন্যান্য খবর

7th Pay Commission: সপ্তম পে কমিশন নিয়ে বড় সিদ্ধান্ত! ডিএ কবে বাড়বে জানালেন মুখ্যমন্ত্রী

Advertisement

মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। সরকারের তরফে কবে সুস্পষ্ট উত্তর আসবে তারই অপেক্ষায় রয়েছেন তাঁরা। এদিকে সরকারের তরফে বক্তব্য, ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নির্ভর করছে সরকারি কোষাগারের উপর। এমতবস্থায়, সূত্রের ইঙ্গিত, অতি শীঘ্রই ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

আগে কর্ণাটকের সরকারি কর্মীদের ডিএ ছিল ৩১ শতাংশ। মে মাসের শেষদিকে সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছিল কর্ণাটক সরকার। সে সময় বর্ধিত ডিএ দাঁড়ায়, ৩৫ শতাংশ। এটি কার্যকর হয়েছিল জানুয়ারি মাসের ১ তারিখ অনুসারে। এক সময় মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নামেন সরকারি কর্মীরা। চলে বিক্ষোভ কর্মসূচী। সে সময় রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি সরকার। এরপর ক্ষমতার পালাবদল হয়েছে, দায়িত্বে এসেছেন কংগ্রেস শাসক। কিন্তু তা সত্ত্বেও ডিএ প্রসঙ্গে মিলছেনা কোনো সদুত্তর। ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ ক্রমে বাড়ছেই।

আরও পড়ুনঃ প্রধান শিক্ষকদের টাকা ফেরানোর নির্দেশ দিলো শিক্ষা দপ্তর

বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন সুপারিশ করা হবে কিনা তা সরকারি কোষাগারের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, প্রাক্তন মুখ্যসচিবের নেতৃত্বাধীন বেতন কমিশনের মেয়াদ যে ছয় মাস বাড়ানো হয়েছে, সেটি কমিশনের ইচ্ছেতেই হয়েছে। বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা করে একটি রিপোর্ট তৈরি করবে কমিশন। সেই রিপোর্ট জমা পড়বে সরকারের কাছে। তারপর সবদিক বিবেচনা করে মহার্ঘ ভাতা প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। অর্থাৎ বোঝাই যাচ্ছে, ডিএ বৃদ্ধির সুখবর পেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার খবর একনজরে 

Related Articles