রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রকাশ করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। আদালতের নির্দেশ মেনে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পর্ষদ। সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বেশ কিছু চাকরিপ্রার্থীদের ২০২২ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হল। আগ্রহীরা পর্ষদের ওয়েবসাইটে (wbbpe.org) গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারবেন।
ঠিক কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিশে জানিয়েছে টেট পরীক্ষায় উত্তীর্ণ ও বিএড স্পেশাল এডুকেশনে প্রশিক্ষণ থাকা যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ২০২২-এ এর আগে আবেদন জানাতে পারেননি, তাঁরা এবার আবেদন জানানোর সুযোগ পাবেন। এই সকল চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ১১ জুলাই থেকে। প্রার্থীরা আবেদন জানাতে পারবেন আগামী ১৪ জুলাই পর্যন্ত।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ
আগ্রহীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের দুটি ওয়েবসাইট (https://wbbprimaryeducation.org) এবং (www.wbbpe.org) থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীদের যুক্ত করা হবে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায়। সফলভাবে সেই ধাপ উত্তীর্ণ হলে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে পর্ষদ। প্রসঙ্গত, জুন মাসের ৯ তারিখ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পর্ষদ। উল্লিখিত যোগ্যতার প্রার্থীরা যদি এখনও আবেদন না করে থাকেন, তবে শীঘ্রই অ্যাপ্লিকেশন করবেন। বিস্তারিত জানতে পর্ষদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন প্রার্থীরা।