অন্যান্য খবর

Primary TET Interview 2023 | প্রাইমারি টেটের ১৯ দফা ইন্টারভিউর দিনক্ষণ প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Advertisement

রাজ্যে চলছে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। বিভিন্ন পর্যায়ে প্রার্থীদের ইন্টারভিউ নিচ্ছে পর্ষদ। এর আগে আঠেরো দফা পর্যন্ত ইন্টারভিউর দিনক্ষণ প্রকাশ করা হয়েছিল। তবে সম্প্রতি উনিশ দফা ইন্টারভিউর তারিখ জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যে কেন্দ্রীয় ভাবে এই ইন্টারভিউর আয়োজন করা হচ্ছে। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (wbbpe.org) তে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইন্টারভিউ সম্পর্কে যাবতীয় তথ্যাবলী প্রকাশ করেছে পর্ষদ।

Primary TET Interview 2023

পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাইমারি টেটের উনিশ দফা ইন্টারভিউ আয়োজিত হবে আগামী ২৪ জুলাই (সোমবার)। যে সকল টেট উত্তীর্ণ প্রার্থীরা বিএড (স্পেশাল এডুকেশন)-এ প্রশিক্ষণপ্রাপ্ত, যাঁরা এর আগে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আবেদন জানাননি। সম্প্রতি আদালতের নির্দেশ অনুসারে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন, তাঁরা উক্ত দিনে নিজেদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ ইন্টারভিউ দিতে আসবেন। কী কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে তার তালিকাও দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

WB Primary TET 2023 Important Link
WB TET Syllabus 2023Click Here
WB TET Question Paper 2017/ 2021Click Here
WB TET Question Paper 2022Click Here
WB TET Official Answer Key 2022Click Here
ExamBangla Home Job NewsClick Here

Primary TET Interview date

আরও পড়ুনঃ প্রাথমিকের নিয়োগে আবেদন নেবে পর্ষদ

প্রার্থীদের যে যে ডকুমেন্টগুলি নিয়ে আসবেন সেগুলি হল- টেটের অ্যাডমিট কার্ড, টেট উত্তীর্ণ হওয়ার নথি, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, বি.এড/ডি.এল.এড/ডি.এড মার্কশিট, ভোটার বা আধার কার্ড, নিজের স্বাক্ষর যুক্ত পাসপোর্ট সাইজ ফটো, জাতিগত শংসাপত্র, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট(যদি থাকে) ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তার শংসাপত্র ইত্যাদি। প্রার্থীরা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পর্ষদের বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ে নেবেন। এছাড়া বিস্তারিত জানতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন। উল্লেখ্য, এর আগের টেট ইন্টারভিউর প্রতিটি দফায় যথেষ্ট কড়াকড়ি করেছে পর্ষদ। এক্ষেত্রেও একই ব্যবস্থা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

প্রাইমারি টেটের উনিশ দফা ইন্টারভিউর দিনক্ষণ প্রকাশিত

Related Articles