চাকরির খবর

জেলায় জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ, আপনার জেলায় শূন্যপদ কত দেখুন

Advertisement

সামনেই বিধানসভা ভোট, ভোটের প্রাক মুহুর্তে কর্মসংস্থানে জোর দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কয়েক হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তার মধ্যেই রাজ্যের প্রতিটি জেলার গ্রন্থাগার বা লাইব্রেরি গুলিতে লাইব্রেরিয়ান (Librarian) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলায় জেলায় লাইব্রেরিয়ান নিয়োগের জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

লাইব্রেরিয়ান নিয়োগ 2021

এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তর। রাজ্যের প্রতিটি জেলায় মোট 738 জন লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। কোন জেলায় কত শূন্যপদ রয়েছে তা চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট দপ্তর। কোন জেলায় কত শূন্যপদ রয়েছে তা নীচে দেওয়া হল। পশ্চিমবঙ্গের 23 টি জেলার মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে উত্তর 24 পরগনা জেলায়, উত্তর 24 পরগনা জেলার মোট শূন্যপদ 60 টি।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে সমবায় ব্যাংকে কর্মী নিয়োগ

জেলা ভিত্তিক শূন্য পদের বিন্যাস-

  • আলিপুরদুয়ার- 6 টি
  • বাঁকুড়া- 31 টি
  • বীরভূম- 38 টি
  • পূর্ব বর্ধমান- 55 টি
  • পশ্চিম বর্ধমান- 23 টি
  • কোচবিহার- 34 টি
  • দক্ষিণ দিনাজপুর- 14 টি
  • দার্জিলিং- 21 টি
  • কালিংপং- 5 টি
  • হুগলি- 52 টি
  • হাওড়া- 36 টি
  • জলপাইগুড়ি- 18 টি
  • ঝাড়গ্রাম- 17 টি
  • কলকাতা- 40 টি
  • মালদা- 29 টি
  • মুর্শিদাবাদ- 36 টি
  • নদীয়া- 37 টি
  • উত্তর 24 পরগনা- 60 টি
  • পশ্চিম মেদিনীপুর- 40 টি
  • পূর্ব মেদিনীপুর- 44 টি
  • পুরুলিয়া- 30 টি
  • SAMPA- 8 টি
  • দক্ষিণ 24 পরগনা- 52 টি
  • উত্তর দিনাজপুর- 12 টি

আরও পড়ুন: স্বাস্থ্য দপ্তরে গ্রূপ-ডি কর্মী নিয়োগ

রাজ্য জুড়ে প্রায় আড়াই হাজার লাইব্রেরী রাজ্য সরকারের আর্থিক সাহায্য চলে। বহুদিন ধরে লাইব্রেরীতে লাইব্রেরীয়ান নিয়োগ করা হয়নি। শুধু লাইব্রেরীয়ান নয়, লাইব্রেরী গুলিতে আরো বহু পদ ফাঁকা পড়ে আছে। সব মিলিয়ে প্রায় তিন হাজারের মত পদ খালি আছে। তবে এই মুহূর্তে মোট 738 জন লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। বাকি শূন্যপদ গুলি কবে পূরণ হবে, তা নিয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে চাকরির সুযোগ

এই লাইব্রেরীয়ান নিয়োগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC. খুব শীঘ্রই এই নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করবে পিএসসি। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি হলে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আপডেট পাওয়া যাবে। যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি বিস্তারিত জানতে চোখ রাখতে হবে Exam Bangla -র পাতায়। অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হলে এই ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে।

আরও পড়ুন: রাজ্য পুলিশে NVF কর্মী নিয়োগ

Related Articles