অন্যান্য খবর

সরকারি কর্মীদের জন্য সুখবর! অপেক্ষা শেষে মুখে হাসি ফুটবে এবার

Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অপেক্ষায় আছে দুই সুখবর। ডিয়ারনেস অ্যালোওয়েন্স তথা ডিএ বৃদ্ধির ঘোষণা আগেই হচ্ছিল। আর এবার DR তথা পেনশনভোগীদের মহার্ঘ ভাতাও বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে মোদী সরকারের তরফে এই সিদ্ধান্ত আসতে পারে সরকারি কর্মীদের দিকে। অর্থাৎ অতি শীঘ্রই মুখে হাসি ফুটতে চলেছে তাঁদের।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। সূত্রের খবর, সরকারের সিদ্ধান্ত অনুসারে এই ডিএ বাড়তে পারে আরও ৪ শতাংশ। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পৌছতে পারে ৪৬ শতাংশতে। রিপোর্ট বলছে, বর্ধিত ডিএ-এর সঙ্গে সর্বনিম্ন ২০০০ টাকা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। চলতি জুলাই মাসেই ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্ত জানার জন্য দিন গুনছেন কর্মীরা। মোদী সরকারের ঘোষণার ফলে উপকৃত হবেন দেশের প্রায় এক কোটি সরকারি কর্মী ও পেনশনভোগীরা।

আরও পড়ুনঃ ডিএ নিয়ে নতুন আপডেট জেনে নিন

মিডিয়া রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতার সঙ্গে HRA-ও বৃদ্ধি করতে পারে। HRA বাড়তে পারে প্রায় পঞ্চাশ শতাংশ হারে। তাই এটিও কর্মীদের জন্য আর একটি সুখবর। সূত্রের খবর, ২০২৩ মে মাস পর্যন্ত যে পরিসংখ্যান সামনে এসেছে সেখানে মহার্ঘ ভাতার হার পৌছেছে ৪৫.৫৭ পয়েন্টে। জুনের পরিসংখ্যান এখনও প্রকাশ করা হয়নি। এটি প্রকাশ হতে পারে ৩১ জুলাই নাগাদ। আর তখনই জানা যাফে মহার্ঘ ভাতা ঠিক কতটা বৃদ্ধি পাচ্ছে। ডিএ-এর হার ৪৬ শতাংশ হলে কর্মীদের বেতন যে বাড়বে তা ধারণা করাই যায়। তাই খবর জানার অপেক্ষার রয়েছেন সরকারি কর্মীরা। তাঁদের অপেক্ষার ফল মিষ্টি করে শীঘ্রই আসছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ।

সরকারি কর্মীদের জন্য সুখবর

Related Articles